কোভিডে নিভৃতবাসের মেয়াদ কমলো অস্ট্রেলিয়ায়

কোভিডে নিভৃতবাসের মেয়াদ কমলো অস্ট্রেলিয়ায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ সেপ্টেম্বর, ২০২২

অস্ট্রেলিয়ার জাতীয় মন্ত্রক দেশের সর্বোচ্চ মন্ত্রীদের নিয়ে এক বৈঠক ডেকেছিল। করোনা আক্রান্ত ব্যক্তিদের পাঁচ দিনের বেশি ঘরবন্দী হয়ে থাকতে হবে না এখন আর। এমনই সিদ্ধান্ত নিয়েছে ও দেশের মন্ত্রীবর্গ।

কোভিড পরীক্ষায় পজিটিভ হলে পাঁচদিন ঘরে থাকতে হবে। তারপর উপসর্গ না থাকলে রোজকার জীবনে ফিরে আসতে পারবেন। এর আগে অবধি নিভৃতবাস ছিল এক সপ্তাহের। যদিও বয়স্ক বা বিশেষ সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি বলে ঘরবন্দী থাকার মেয়াদ তাদের এখনও সাত দিনই রইল। ঘরোয়া উড়ানে চাপলে বাধ্যতামূলক নয় মাস্ক পরা।

কোভিড বিধিতে এই বদল চালু হবে সেপ্টেম্বরের ৯ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার থেকে। এই সিদ্ধান্তকে মহামারির সময়ে বুঝেশুঝে পা ফেলা বলেই ভাবছেন ও দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

যদিও, তড়িঘড়ি সরকারের কাছে জবাবদিহি চেয়েছে অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসসিয়েশান। কোন তথ্যের আধারে এই সরকারি সিদ্ধান্ত নেওয়া হল হঠাৎ, চিকিৎসক মহল তারও খুঁটিনাটি জানতে চেয়ে চিঠি করেছেন। ডাক্তারদের সংগঠনের প্রেসিডেন্ট স্টিভ রবসনের মতে, স্বাস্থ্য ও চিকিৎসার কথা মাথায় রেখেই সরকারের এ ধরণের নতুন সিদ্ধান্ত নেওয়া উচিৎ। কিন্তু ঠিক কোন তথ্যের ভিত্তিতে কোভিড বিধি বদলে গেলো, তা আদৌ নির্ভরযোগ্য কিনা এসব প্রশ্ন ডাক্তারদের উঠছেই।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ সায়েন্সের অধ্যাপক ব্রুশ থম্পসন বললেন, পাঁচ দিনের পরেও তো আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়াতে পারে। বরং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট টেস্ট) এর রিপোর্ট নেগেটিভ এলে তবেই ঘরের বাইরে বেরনো উচিৎ। কিন্তু সরকারি নির্দেশিকায় এমন উল্লেখ নেই।