হঠাৎ ওজন কমে যাচ্ছে। অথবা খুব ক্লান্ত হয়ে পড়ছেন কেউ। এই অবস্থাতেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েছেন কি না বোঝার উপায় নেই। কারণ চিকিৎসকরা বলেন, প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরার কোনও লক্ষণ এখনও পর্যন্ত চিহ্নিত করার উপায় বার করা যায়নি। যে কারণে যখন ক্যানসার শনাক্ত করা হয় ততদিনে সেই মারণ রোগ অনেক গুরুতর জায়গায় পৌঁছে যায়। এবার হয়ত চিকিৎসকরা তার অনেক আগে, রোগী সাধারণ কোনও অসুস্থতায় আক্রান্ত হলেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি না বুঝতে পেরে যাবেন। বিজ্ঞানীরা প্রথমবার রক্তে বায়োমার্কার চিহ্নিত করলেন। যার সহায়তায় সাধারণ কোনও অসুস্থতাতেও বুঝতে পারা যাবে সেই ব্যক্তি ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাটি করেছেন যা প্রকাশিত হয়েছে জার্নাল ক্লিনিকাল ক্যানসার রিসার্চ পত্রিকায়। গবেষকরা জানিয়েছেন, তারা ২০ জন রোগীকে বায়োমার্কারের সহায়তায় পরীক্ষা করেছিলেন। তাদের মধ্যে এরকম ১৯ জন ক্যানসারের প্রথম পর্যায়ে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে যাদের লক্ষণ ছিল শুধুই ওজন কমে যাওয়া বা ক্লান্ত হয়ে পড়া।