ক্যালিফোর্নিয়ার কার্বন দূরীকরণে ১০ বছরের নীট ফল শূন্য!

ক্যালিফোর্নিয়ার কার্বন দূরীকরণে ১০ বছরের নীট ফল শূন্য!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ডিসেম্বর, ২০২২

বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল কার্বনের পরিমাণ কমানোর জন্যে। কিন্তু জলবায়ুর দিক থেকে ১০ বছরে সামান্য কোনও উন্নতি হয়নি ক্যালিফোর্নিয়ায়। একটা ‘শক্ত’ গবেষণায় এমনটাই উঠে এসেছে।
অনেক কোম্পানিই ‘নেট জিরো’ নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কার্বন দূরীকরণে তারা মূলত ভরসা করে আছে বড়ো জঙ্গলের উপরে। খাতায় কলমে, একটা কোম্পানির ক্কারবন নিঃসরণ আর কার্বন নির্মূল করার হিসেবটা সমতায় থাকে। গাছ বাঁচাতে খরচ যোগায় কোম্পানি, আর সেই সব বড়ো গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে কার্বন দূরীকরণ করে। এভাবেই কোম্পানিরা পরিবেশ দূষণের দায় মেটায়।
কিন্তু নতুন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে তেমনটা আদপে ঘটছে না মোটেই। এটার আশঙ্কাই বিজ্ঞানীরা বহু বছর ধরে করে আসছেন। ক্যালিফোর্নিয়ার জঙ্গলে কাঠের ব্যবসা আর কার্বনের মাত্রা দুটোতেই নজর রাখা হয়েছিল। দেখা গেছে, কাঠ কাটার পরিমাণ মোটেই কমেনি কিন্তু গাছ লাগানোর সংখ্যা কমেছে। এমন ৩৭টা কার্বন দূরীকরণ প্রকল্পে চোখে পড়ার মতো কোনও পরিবর্তন এখনও খুঁজে পাননি বিজ্ঞানীরা।
আরও বেশি তথ্য জোগাড় করে গবেষকরা কার্য-কারণ খুঁজে বের করতে চাইছেন।