কয়েক মাসে বিবর্তিত হতে পারে `!

কয়েক মাসে বিবর্তিত হতে পারে `!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ এপ্রিল, ২০২২

শুধু শারীরিক পরিবর্তন নয়, বিবর্তন হতে পারে কোনও প্রাণীর জিনও। তাই বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন স্বয়ং বলেছিলেন বিবর্তনের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। কিন্তু সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এল বিপরীত এক ছবি। গবেষণায় জানা গিয়েছে খুব কম সময়ের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যেও বিবর্তিত হতে পারে কোনও প্রাণী! পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে এই ঘটনার কথা। মূলত ফ্রুট ফ্লাই গোত্রের মাছির জিন নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। কয়েক সপ্তাহের ব্যবধানে আলাদা আলাদা কিছু মাছির জিনের নমুনা তারা সংগ্রহ করেছিলেন। তাতেই বিজ্ঞানীদের চোখে পড়েছে মাত্র চার মাসের মধ্যে বদলে যাচ্ছে ফ্রুট ফ্লাইয়ের জিন! মাছিদের আয়ু কম হওয়ায় এই পরিবর্তন লক্ষ্য করা যায় দুই বা তিন প্রজন্মের ব্যবধানে। ঋতুর সঙ্গে চক্রাবর্তে বদলাতে থাকে তাদের জিনের চরিত্র।