জল না খেতে পেয়ে মর্মান্তিক মৃত্যু হল ৬টি জিরাফের। কেনিয়ায় চলছে জলের তীব্র আকাল। সম্প্রতি সাবুলি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে একটি শুকনো জলাধারের সামনে জমে থাকা কাদামাটিতে জলের সন্ধানে গিয়েছিল ৬টি জিরাফ। না পেয়ে সেখানেই তারা মারা যায়। তাদের কঙ্কালসার দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গত সেপ্টেম্বর থেকে কেনিয়ার উত্তরে স্বাভাবিকের তুলনায় ৩০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তাই এই খরা। সাধারণ মানুষের সঙ্গে জলের অভাবে মারা গিয়েছে বহু বন্যপ্রাণীও। জিরাফ সংরক্ষণ কেন্দ্রের এক আধিকারিক ইব্রাহিম আলি সংবাদসংস্থাকে ব্লেছেন, “নদীতে জল থাকলেও সেকানে জিরাফদের ঢুকতে দেওয়া হয় না চাষের কাজ ক্ষতিগ্রস্ত হবে বলে। এই কারণে তাদের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে পড়ছে। এই খরায় গারিসসা কাউন্টির প্রায় চার হাজার জিরাফের জীবন বিপন্ন। ইব্রাহিম আলির বক্তব্য, খরার ধাক্কায় তৃষ্ণার্ত জিরাফেরা একদিন বিলুপ্ত হয়ে যাবে।