গবেষণায় প্রকাশিত সৌর প্যানেল গাছের তুলনায় দ্রুত জলবায়ু পরিবর্তন রোধ করে

গবেষণায় প্রকাশিত সৌর প্যানেল গাছের তুলনায় দ্রুত জলবায়ু পরিবর্তন রোধ করে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ডিসেম্বর, ২০২৩

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার দ্রুততম উপায় হল আরও সৌর প্যানেল লাগানো। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় প্রকাশ করা হয়েছে যে যদি জমির ব্যবহারের দিক দিয়ে বিবেচনা করা হয়, একই এলাকায় গাছ লাগানোর চেয়ে আরও বেশি সৌর প্যানেল স্থাপন করা বা সৌর শক্তিতে বেশি বিনিয়োগ করা জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য ভালো। গবেষণা দেখায় যে যখন ফোটোভোলটাইক ক্ষেত্রগুলি ভেঙ্গে যায় এবং প্রায় ২.৫ বছর পরে জলবায়ু পরিবর্তন প্রশমনের সুবিধাগুলি দিতে শুরু করে, তখন বনসৃজনের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে কয়েক দশক সময় লাগতে পারে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গাছ এবং কার্যকর সৌর প্যানেলের মধ্যে পার্থক্য হল এদের কাজের ধরন। বনের গাছ, ধীরে ধীরে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে দেয়, যা সময়ের সাথে সাথে গ্রিনহাউস গ্যাস কমাতে সাহায্য করে। অন্যদিকে, সৌর প্যানেলগুলি জীবাশ্ম জ্বালানী থেকে প্রাপ্ত বিদ্যুৎকে, পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে প্রতিস্থাপন করে সরাসরি গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাস করে। আরও একটি বিষয় হল, গাছ এবং সৌর প্যানেল উভয়ই বেশি সূর্যালোক শোষণ করতে পারে এবং ভূমি পৃষ্ঠকে অন্ধকার করে বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে অবদান রাখতে পারে। একটি গবেষণায় ইস্রায়েলের নেগেভ মরুভূমির একটি সৌর ক্ষেত্রে সূর্যালোকের এই প্রতিফলন পরিমাপ করা হয়েছে, যাকে সারফেস অ্যালবেডো বলা হয় এবং এটিকে নিকটবর্তী বন থেকে পাওয়া তথ্যের সাথে তুলনা করা হয়েছে। অধ্যয়নের লক্ষ্য ছিল কোন পদ্ধতিটি নেতিবাচক এবং ইতিবাচকের মধ্যে বেশি ভারসাম্য বজায় রাখে তা দেখা। ফলাফলগুলি দেখায় যে সৌর প্যানেলগুলি গাছ লাগানোর চেয়ে দ্রুত এই ভারসাম্য অর্জন করে, বিশেষ করে আধা-শুকানো অঞ্চলে।
যদিও সৌর শক্তির দ্রুত ইতিবাচক প্রভাব রয়েছে, তবুও গবেষণাটি বনের সামগ্রিক সুবিধাগুলিকে স্বীকৃতি দেয়। কার্বন হ্রাস করার পাশাপাশি, বন বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করে, স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং বিনোদন ও জীববৈচিত্র্য রক্ষার মতো সামাজিক সুবিধা প্রদান করে। সুতরাং, সৌরশক্তির সুবিধা থাকলেও আমরা গাছের গুরুত্বকে উপেক্ষা করতে পারি না।