গবেষণায় প্রকাশিতঃ দৈনন্দিন আনন্দ থেকে বৌদ্ধিক দক্ষতা বৃদ্ধি

গবেষণায় প্রকাশিতঃ দৈনন্দিন আনন্দ থেকে বৌদ্ধিক দক্ষতা বৃদ্ধি

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২১ সেপ্টেম্বর, ২০২৩

গান শোনা এবং কফি পান করা হল এমন ধরনের দৈনন্দিন আনন্দ যা একজন ব্যক্তির মস্তিষ্কের কার্যকলাপকে এমনভাবে প্রভাবিত করতে পারে যাতে তাদের কাজের মধ্যে একাগ্রতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং কাজের ফল উন্নত হয়। সায়েন্টিফিক রিপোর্টস – এ প্রকাশিত এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের আবিষ্কৃত MINDWATCH নামে যুগান্তকারী মস্তিষ্ক-মনিটরিং প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের এই আচরণ নির্ণয় করা গেছে।
এনওয়াইইউ ট্যান্ডন – এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট প্রফেসর রোজ ফাগিহ গত ছবছরে MINDWATCH নামে একটা অ্যালগরিদম তৈরি করেছেন, যা পরিধানযোগ্য যন্ত্রপাতির মাধ্যমে সংগৃহীত ইলেক্ট্রোডার্মাল কার্যকলাপ (EDA) -এর তথ্য থেকে একজন ব্যক্তির মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ করতে পারে। এই ক্রিয়াকলাপ ঘামের প্রতিক্রিয়া থেকে মানসিক চাপের কারণে বৈদ্যুতিক পরিবহনের পরিবর্তনগুলো প্রতিফলিত করে।
সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত এই সাম্প্রতিক MINDWATCH গবেষণায়, স্কিন-মনিটরিং রিস্টব্যান্ড এবং ব্রেন-মনিটরিং হেডব্যান্ড পরিহিত ব্যক্তিরা পরীক্ষাতে তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গান শুনতে শুনতে, কফি পান করতে করতে বা নিজের পছন্দের পারফিউমের গন্ধ নিয়ে বৌদ্ধিক কাজ করেছেন। তারা এইসব উদ্দীপনাবর্ধক ছাড়াও এই পরীক্ষাগুলো সম্পন্ন করেছেন। MINDWATCH অ্যালগরিদম থেকে প্রকাশিত যে সঙ্গীত এবং কফি মস্তিষ্কের উত্তেজনাকে পরিবর্তিত করে, তাদের একটা শারীরবৃত্তীয় মানসিক অবস্থা তৈরি করে, যা তাদের কর্মক্ষম স্মৃতিশক্তির দক্ষতা বাড়ায়, ফলে তারা যে কাজগুলো সম্পাদন করছিল তাতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। বিশেষত, MINDWATCH নির্ধারণ করেছে যে এই উদ্দীপক পদার্থগুলো মস্তিষ্কের “বিটা ব্যান্ড” তরঙ্গের কার্যকলাপকে বাড়াতে সাহায্য করেছে, এই তরঙ্গ জ্ঞানীয় কর্মক্ষমতার সাথে যুক্ত। এই তিনটে বস্তুর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব সঙ্গীতের, বিশেষত এনার্জিবর্দ্ধক সঙ্গীত বা কৃত্রিম বুদ্ধিমত্তা অনুসারে সৃষ্ট ব্যক্তির পছন্দঅনুযায়ী সঙ্গীত। এরপরেই কফি কাজের দক্ষতা বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে। সুগন্ধির একটি মাঝারি ইতিবাচক প্রভাব ছিল, যা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
MINDWATCH টিমের পরীক্ষা এখনো চলছে, যার থেকে মস্তিষ্কের ক্রিয়াকলাপকে ধারাবাহিকভাবে নিরীক্ষণ করার ক্ষেত্রে প্রযুক্তির কার্যকারিতা বোঝা সম্ভব হবে। এবং মস্তিষ্কের কার্যকলাপের দক্ষতা বাড়াতে কীকী সাহায্য করতে পারে, তা বোঝা সম্ভব হবে।