প্রাণীদের সুরক্ষা নিয়ে পৃথিবী জুড়ে যে সমস্ত সংস্থা সারা বছর আন্দোলন করে থাকে তাদের জন্য স্বস্তির খবর যে, বৈজ্ঞানিক গবেষণায় প্রাণীদের ব্যবহার করা নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করতে চাইছে ইউরোপীয় পার্লামেন্ট। ইতিমধ্যে তারা ইউরোপীয় ইউনিয়নকে নির্দেশ দিয়েছে কোনও বৈজ্ঞানিক গবেষণায় যেন কোনও প্রাণীকে পরীক্ষার সময় ব্যবহার করা না হয়। অধিকাংশ বৈজ্ঞানিক পরীক্ষায় প্রাণীদের মধ্যে ইঁদুর অথবা বাঁদরকে ব্যবহার করা হয়। ইউরোপীয় পার্লামেন্টের সাংসদরা চাইছেন ইউরোপীয় ইউনিয়ন যেন প্রাণী সুরক্ষার জন্য আলাদাভাবে একটা অ্যাকশন প্ল্যান নেয়, যেখানে কোনও বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা সফল হওয়ার স্তরে পৌঁছনোর পর কোনও প্রাণীর ওপর চুড়ান্ত পরীক্ষা না করা যায়। ইউরোপীয় পার্লামেন্ট বলছে, পরিবর্ত ব্যবস্থার কথা ভাবুক বিজ্ঞানীরা। পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৭ সালে শুধু গবেষণার জন্য ১২ মিলিয়ন ইঁদুরকে লালন পালন করে মেরে ফেলা হয়েছিল! ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের দাবি, গবেষণার চুড়ান্ত স্তরে পৌঁছে পরীক্ষা করার জন্য বিজ্ঞানীদের কাছে আর কোনও পন্থা এখনও পর্যন্ত নেই বলেই তাঁরা ইঁদুরের ওপর পরীক্ষা করে বোঝার চেষ্টা করেন গবেষণাটা সফল হল কি না। কিন্তু এবার থেকে তাদের অন্য পন্থা বার করার উপায় বার করতে হবে।