গাছের ডগা থেকে তড়িৎ বিক্ষেপ!

গাছের ডগা থেকে তড়িৎ বিক্ষেপ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ অক্টোবর, ২০২২

দূরের আকাশে যখন বিদ্যুৎ ঝলকাচ্ছে, মাটির উপর গাছেদেরও সেই রকমই কিছু জবাব থাকে। বিজ্ঞানীরা কিন্তু বহুদিন ধরেই এ বিষয়ে ওয়াকিবহাল। বজ্রবিদ্যুতের প্রভাবে বায়ুমণ্ডলের নীচের স্তরে একটা অস্থায়ী তড়িৎক্ষেত্রের জন্ম হয়। সেই প্রভাবেই গাছের পাতার আগা থেকে নির্গত হয় ছোট কিন্তু দৃশ্যমান তড়িৎ ফুলকি। এদেরই বলে করোনা। কোনও কোনও সময় হালকা নীল স্ফুলিঙ্গের মতো চোখেও পড়তে পারে।
কিন্তু নতুন গবেষণা বলছে অন্যকথা। গাছের কারসাজি এই করোনার প্রভাবে আশপাশের বাতাসের মান পাল্টে যেতে পারে। এটা এতদিন অজানাই ছিল। গবেষণা বলছে, গাছের ডগায় ঐ তড়িৎফুলকির সৌজন্যে রাসায়নিক মূলক তৈরি হয় প্রচুর পরিমাণে। মূলকের মধ্যে বিজোড় ইলেকট্রন থাকার কারণে খুব সহজেই অন্য যৌগের সাথে বিক্রিয়া ঘটে। তাতেই বদলে যায় পারিপার্শ্বিক বাতাস।
পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেনা জেনকিন্স ছিলেন মুখ্য গবেষক। তিনি বলছেন, এটুকু জানা গেছে যে বজ্রপাতের সময় গাছের ডগায় করোনা সৃষ্টি হয় এবং তা বাতাসকে কোনওভাবে প্রভাবিত করে। করোনা থেকে খোঁজ পাওয়া গেছে বিশেষত দুটো মূলকের – হাইড্রোক্সিল আর হাইড্রোপারক্সিল। দুটোই ঋণাত্মক তড়িৎআধান যারা রাসায়নিকভাবে বেশ সক্রিয়ই বটে।
গাছের করোনা বাতাসের জন্যে ভালো না খারাপ এমন কোনও সিদ্ধান্তে আসতে গবেষকরা পারেননি এখনও।