গুপ্তচর স্যাটেলাট মার্কিন যুক্তরাষ্ট্রের

গুপ্তচর স্যাটেলাট মার্কিন যুক্তরাষ্ট্রের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ এপ্রিল, ২০২২

স্পেস এক্স -এর ‘ফ্যালকান ৯’ রকেট মহাকাশে উড়েছে গত ১৭ ই এপ্রিল ভারতীয় সময় ৮ টা ১৩ মিনিটে। ‘লঞ্চ কমপ্লেক্স ফোর ইস্ট এস এল সি ফোর ই’ এবং ভ্যান্ডেনবার্গ থেকে লঞ্চ হয়েছে এই মিশন। সাধারণভাবে ভ্যান্ডেনবার্গ থেকে যে মহাকাশ মিশন লঞ্চ হয় সেগুলি হয় খানিক গোপনে। ‘ফ্যালকান ৯’ রকেটে চড়ে যে দুটি স্যাটেলাইট মহাকাশে গেল সেদুটি প্রকৃতপক্ষে গুপ্তচর স্যাটেলাইট। যাদেরকে বলা হচ্ছে ফ্লিট অফ ইন্টেলিজেন্স গ্যাদারিং স্যাটেলাইট। প্রতিটি দেশেরই গুপ্তচর সংস্থা থাকে। যেমন সি আই এ, র ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার স্যাটেলাইট এই দুটি, যাদের ‘ফ্যালকান ৯’ চেপে আকাশে পাঠানো হয়েছে।
গুপ্ত হলে জানছি কি করে? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আসলে মহাকাশ মিশনের খবর, তা সে যে দেশই পাঠাক না কেন সাধারণত নির্দিষ্ট সাইটে জানিয়ে করা হয়। ফলে গোটা পৃথিবীর যেকোনো মানুষ সেই লঞ্চের কথা জানতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো ওপেন ফোরামে মিশনের কথা জানানো হয়নি। তাই গুপ্ত। তাছাড়া স্পেস এক্সও রকেট লঞ্চের লাইভ ভিডিও শেয়ার করেনি। আসলে স্যাটেলাইটের মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল রিকনিসিয়েসেন্স অফিসের হাতে। তাই কোন স্লটে স্যাটেলাইট ছাড়া হলো তা অজানাই।