গোলাপী পায়রার কপাল ফিরল

গোলাপী পায়রার কপাল ফিরল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ আগষ্ট, ২০২১
গোলাপী পায়রার কপাল ফিরল

প্রকৃতি-পরিবেশের অনেক খারাপ খবরের মধ্যে‌ এবার একটা ভালো খবর পাওয়া গেল। গোলাপী পায়রা বা পিঙ্ক পিজিয়ন আর লাল তালিকা ভুক্ত বা অতি বিরল প্রজাতির প্রাণী নয়।  ১৯৯০ সালের তালিকায় ওরা ছিল লাল তালিকাভুক্ত। অর্থাৎ অতি বিরল প্রজাতির। কিন্তু এবার তারা উঠে এলো সবুজ তালিকায়। অর্থাৎ এই পাখিটির এই মুহুর্তে আর বিলুপ্ত হওয়ার আশঙ্কা নেই। কনজারভেশন বায়োলজির  সূত্রের খবর,  ২০০ জন গবেষক   ১৮১ রকমের প্রজাতির ওপর পরীক্ষানিরীক্ষা চালিয়ে নতুন তালিকা প্রকাশ করেছেন। কোন কোন প্রজাতির পুনরুদ্ধারে মানুষের ভূমিকা উল্লেখ করার মতো সেই তালিকাও তৈরি হয়েছে।