গ্রিনল্যান্ডে বিপদঘণ্টা বেজেই চলেছে

গ্রিনল্যান্ডে বিপদঘণ্টা বেজেই চলেছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২১ মার্চ, ২০২৩

আগামী দশকগুলোতে আরও দ্রুতহারে বাড়তে পারে সমুদ্রতলের উচ্চতা। গ্রিনল্যান্ডের ভেতরের অঞ্চল থেকে বড়ো মাত্রায় বরফ গলা স্রোত বেরিয়ে আসছে। সেটা মিশছে সমুদ্রে।
এই শতাব্দীর শেষে বরফগলা স্রোতের বিকৃত আচরনের জন্যে ১৬ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিজ্ঞানীদের আগের অনুমানের চেয়ে প্রায় ৬গুন বেশি। এমনটাই গবেষকরা জানাচ্ছেন তাঁদের প্রতিবেদনে। প্রকাশিত হল গত ৯ই মার্চ নেচার পত্রিকায়।
মনুষ্যকৃত জলবায়ু পরিবর্তনের জন্যে বৃহৎ বরফ স্তরের অনেকটা ভেতরের অংশের বরফও গলছে কয়েক বছর ধরেই। সেটার মাত্রাও ক্রমশ বাড়ছে। গ্রিনল্যান্ডের মতো সম্পূর্ণ বরফে ঢাকা ভূখণ্ডের বাইরের দিকটাই এতদিন বিজ্ঞানীদের চিন্তার বিষয় ছিল। অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে ঐ সুবৃহৎ দ্বীপের মাঝামাঝি অংশ থেকেই বরফগলা স্রোতের চাপ বাইরের অংশে চলে আসছে। ফলে নতুনভাবে বিস্তীর্ণ বরফের চাঙড় আর কোনভাবেই সৃষ্টি হচ্ছে না।
টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্কের হিমবাহ-বিশেষজ্ঞ সাফাকাত আব্বাস খান বলছেন, এটা মোটেই আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। তিনি আরও যোগ করেছেন, গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকার বরফ গলার প্রভাব আগামী ৮০ বছরে যতটা পড়তে চলেছে ততটা আগে কিন্তু বিজ্ঞানীরা আন্দাজ করেননি।
নতুন গবেষণায় আব্বাস ও তাঁর দল উত্তরপূর্ব গ্রিনল্যান্ডের বরফস্রোত নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেখানে কঠিন বরফের তৈরি একটা বিশালাকার কনভেয়ার বেল্টের মতো অংশ প্রায় ৬০০ কিলোমিটার লম্বা ছিল। কিন্তু সেটাও এখন ক্ষয়িষ্ণু। গ্রিনল্যান্ডের বরফের পাতের মধ্যে ১২% দখল করে আছে এই অংশ। সেটা গলতে শুরু করেছে। আব্বাসের দল জানিয়েছেন এই বরফের কনভেয়ার বেল্ট যদি সম্পূর্ণ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এক মিটারের বেশি।