গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে প্যাট্রিসিয়ার আবেদন

গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে প্যাট্রিসিয়ার আবেদন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ জুন, ২০২২

প্যাট্রিসিয়া এস্পিনোসা। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া দফতরের প্রধান। জার্মানির বন-এ ১০-দিনের আলোচনা শুরু হওয়ার আগে বিশ্বের দেশগুলোর কাছে তার আবেদন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনার মত মহামারী, বিশ্ব জুড়ে খাদ্যসংকট এবং শক্তি উৎপাদন ও সঞ্চয়ের জন্য ক্রমবর্ধমান আর্থিক খরচ-এর মধ্যেও দেশগুলো যেন গ্লোবাল ওয়ার্মিং-কে হালকাভাবে না নেয়। দেশগুলো যেন সমান গুরুত্ব দিয়ে গ্লোবাল ওয়ার্মিং-কে প্রতিরোধ করে। প্যাট্রিসিয়ার আবেদন, ২০১৫-য় প্যারিসে ক্লাইমেট চেঞ্জিং সামিটের পর বিশ্বের উন্নত দেশগুলো উদ্যোগ দেখিয়েছে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর। কিন্তু সামগ্রিকভাবে সমস্ত দেশকে উদ্যোগী হতে হবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য। প্যাট্রিসিয়া বলেছেন, “বিশ্বের সকল দেশের কাছে আবেদন এই কঠিন সময়েও তারা যেন আশা না হারায়, ফোকাস যেন ঠিক রাখে গ্লোবাল ওয়ার্মিং-কে প্রতিরোধ করার ক্ষেত্রে। যাতে এই শতকের শেষে বিশ্বের তাপমাত্রা ১.৫ দেড় ডিগ্রির চেয়ে না বেড়ে যায়।”