বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ সেপ্টেম্বর, ২০২১
চতুর্থ প্রজন্মের রুই মাছের প্রজনন করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। মাছটির নাম দেওয়া হয়েছে সুবর্ণরুই। বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে প্রজনন ঘটানো হয়েছে বলেই এমন নামকরণ। ইনস্টিটিউটের ল্যাবে গত কয়েক বছর ধরে চলছিল এ মাছের গবেষণা।
সরকারি ও বেসরকারি একটি করে খামারে বুডবাস্ট সরবরাহ করে ইনস্টিটিউট। তা থেকেই ২০ সালের জুনে উৎপাদিত হয়েছে মাছের পোনা। তাছাড়াও ময়মনসিংহে অবস্থিত মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হ্যাচারিতেও উৎপাদন করা হয়েছে পোনা। ছড়িয়ে দেওয়া হয়েছে চাষিদের কাছে।
ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ ইয়াহিয়া মাহমুদ বলেন, ঠিক মতো ছড়াতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব এই মাছ। প্রায় ১ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত রুই মাছ বাংলাদেশে উৎপাদন সম্ভব নতুন প্রজন্মের উৎপাদনের কারণে।