চন্দ্রবোড়াকে গিলে নিল গোখরো

চন্দ্রবোড়াকে গিলে নিল গোখরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৩ আগষ্ট, ২০২২

তিন ফুটের একটি চন্দ্রবোড়াকে গিলে নিয়েছিল গোখরো। গিলে ফেলার কিছু ক্ষণের মধ্যেই সাপটিকে উগরে দিতে দেখা যায় গোখরোটিকে। আরও আশ্চর্যজনক বিষয় যে, গোখরোর পেট থেকে বেরিয়ে আসার পরেও জীবিত ছিল চন্দ্রবোড়া। তবে সাপ বিশেষজ্ঞদের দাবি, গোখরো নিউরোটক্সিক বিষের যা ক্ষমতা তাতে বেঁচে থাকার কথা নয় চন্দ্রবোড়ার। সাপটি সাময়িক জীবিত থাকতে পারে। তবে মৃত্যু হওয়া স্বাভাবিক। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে থাকে গোখরো। কিন্তু চন্দ্রবোড়া সাপকে গিলে খাচ্ছে, এমন দৃশ্য বোধহয় বিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + four =