চাঁদকে নিজের অক্ষে স্থাপন করতে ভূমিকা ছিল এক গ্রহাণুর

চাঁদকে নিজের অক্ষে স্থাপন করতে ভূমিকা ছিল এক গ্রহাণুর

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ সেপ্টেম্বর, ২০২২

চাঁদ কীভাবে ঠিক রাস্তায় এলো? বিজ্ঞানীরা নতুন প্রমাণ পেয়েছেন। একটা গ্রহাণুর ধাক্কায় নাকি নির্দিষ্ট অক্ষে ঘুরতে শুধু করেছিল পৃথিবীর একমাত্র এই উপগ্রহ। সেটা আজ থেকে ৪.২৫ বিলিয়ন বছর আগেকার কথা।

মাঝেমাঝেই গ্রহাণুদের সাথে সংঘর্ষ হয়েছে চাঁদের। তাতেই নিজের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে চাঁদ প্রায় ১০ ডিগ্রি হেলে অবস্থান করে। যদিও এটা খুব ছোট পরিবর্তন কিন্তু চাঁদের মেরুতে বরফের উপর দারুণ প্রভাব ফেলতে পারে।

নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী বিষ্ণু বিশ্বনাথন বলছেন, চাঁদের দুই মেরুতে বহুযুগ ধরে নিশ্চিন্তে ঝুলে আছে জলের ভাণ্ডার, তার অন্যতম কারণ গ্রহাণুর আঘাত। যখনই মহাকাশের কোনও পাথরের টুকরো চাঁদের মাটিতে আঘাত হানে, উপগ্রহের মহাকর্ষের ধাঁচ কিছুটা করে পাল্টে যায়। কোটি কোটি বছর ধরে এই ঘটনা চলতে থাকায় চাঁদের অবস্থান আর ঘোরার প্রকৃতি দুটোই বদলেছে ধীরে ধীরে।

ধন্যবাদ দিতে হবে নাসার গ্র্যাভিটি রিকভারি অ্যান্ড ইন্টেরিয়র ল্যাবরেটরি নামের প্রকল্পকে। আরেক বিজ্ঞানী স্যান্ডার গুসেন্স জানিয়েছেন, এখনও অনেক বিষয় হিসেবের মধ্যে ধরা হয়নি।

প্ল্যানেটোরি সায়েন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত হল নতুন এই গবেষণাপত্রটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 15 =