চাঁদে ব্যবহারযোগ্য ব্যাকপ্যাক তৈরি হল

চাঁদে ব্যবহারযোগ্য ব্যাকপ্যাক তৈরি হল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ এপ্রিল, ২০২২

চাঁদের দক্ষিণ মেরুতে অভিযাত্রীরা পা রাখলে তাদের প্রধান প্রতিবন্ধক হয় গাঢ় অন্ধকার। যে কারণে এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর অধিকাংশটাই বিজ্ঞানীদের কাছে অনাবিষ্কৃত। এবার অত্যাধুনিক প্রযুক্তির সহায় তৈরি হয়েছে এক ব্যাকপ্যাক। যার সহায়তায় পাওয়া যাবে যে কোনও অঞ্চলের রিয়াল-টাইম থ্রি-ডি ম্যাপ। চাঁদের দক্ষিণ মেরুর অধিকাংশই যাদের কাছে এখনও অনাবিষ্কৃত তারা এই থ্রি-ডি ম্যাপের সহায়তায় সেই অঞ্চল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খু ছবি ও তথ্য জানতে পারবেন। এই ব্যাকপ্যাকের নাম দেওয়া হয়েছে কার্টোগ্রাফি ন্যাপস্যাক। মূলত লেসার রশ্মির সহায়তায় এই ব্যাকপ্যাক কোনও অঞ্চলের ম্যাপ তৈরি করবে। যে ইঞ্জিনিয়াররা এই ব্যাকপ্যাক তৈরি করেছেন তার নেতৃত্বে থাকা মাইকেল জ্যানেত্তি জানিয়েছেন, ব্যাকপ্যাকের এই লেসার রশ্মি আসলে লেসার রেঞ্জ ফাইন্ডারের বৃহত্তম শক্তির প্রকাশ। লেসার রেঞ্জ ফাইন্ডার সাধারণত ব্যবহার করা হয় পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর রাস্তায় গাড়ির সংঘর্ষ এড়ানোর জন্য।
দক্ষিণমেরুর দিগন্তরেখায় সুর্য তিন ডিগ্রির বেশি ওঠে না। তাই সেখানকার অধিকাংশ অঞ্চলই অন্ধকার থাকে। আর সেই কারণেই চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়া অভিযাত্রীদের কাছে এই ব্যাকপ্যাক ভীষণভাবেই কার্যকরী হতে পারে।