চারপেয়ে রোবটকে জঙ্গলে ছোটাতে নতুন অ্যালগরিদম

চারপেয়ে রোবটকে জঙ্গলে ছোটাতে নতুন অ্যালগরিদম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ফেব্রুয়ারী, ২০২৩

স্থির আর গতিশীল বাধাবিপত্তি পেরিয়ে কীভাবে ছুটতে পারে চারপেয়ে রোবট? গবেষকরা আবিষ্কার করলেন নতুন অ্যালগরিদম নিয়ে তৈরি এক ব্যবস্থা। অবশ্যই কৃতিত্বের দাবিদার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ডিয়েগো ক্যাম্পাসের বিজ্ঞানীদের একটা দল।
পরীক্ষার সময় নানা ধরণের বিষম জায়গার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় রোবটদের। বালির পাহাড়, উঁচু ঘাসজমি, ছোট ছোট টিলা এমনকি ব্যস্ত অফিস এলাকাও ছিল তালিকায়। দেখা গেছে সব প্রতিবন্ধকতা কাটিয়ে দিব্বি গড়গড় করে এগিয়ে চলেছে ঐ চতুষ্পদ রোবট। গবেষকদের আশা ভবিষ্যতে দুর্গম অঞ্চলে অনুসন্ধান কিংবা উদ্ধারের কাজে ঐ রোবটদের কাজে লাগানো যাবে সফলভাবেই।
অক্টোবর মাসের ২৩ থেকে ২৭ তারিখ অবধি জাপানের কিয়োটো শহরে বসবে ইনটেলিজেন্ট রোবটস অ্যান্ড সিস্টেমের আন্তর্জাতিক সম্মেলন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষক দল নতুন চারপেয়ে রোবটের কেরামতি দুনিয়াকে ঐ মঞ্চ থেকেই দেখিয়ে দিতে চান।
অন্যতম মুখ্য গবেষক জিয়াওলং ওয়াং বলছেন শুধু দেখার ক্ষমতা নয়; একইসাথে গতিবিধি, দিকনির্ণয়, গতিবেগ, অবস্থান এমনকি স্পর্শ অনুভব করার ক্ষমতাও এখন আছে চতুষ্পদ রোবটের।