২০২০-র জুলাইয়ে চিনে হয়েছিল ভয়াবহ বন্যা। ইয়াংজে নদীতে বাঁধভাঙা জল স্থানীয় বাসিন্দারা দেখেছিল ১৯৬১-র পর! কয়েক হাজার মানুষ মারা গিয়েছিলেন। কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিলেন। গবেষকরা জানাচ্ছেন, তার নেপথ্যের নায়ক কোভিড-১৯ এবং লকডাউন! গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে গিয়েছিল লকডাউনের জন্য। বাতাসে আবর্জনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যাকে অ্যারোজল বলা হয় সেটাও কল কারখানা বন্ধ থাকায় কম ছিল। গবেষকদের মনে হচ্ছে, হঠাৎ এরকম ভয়ঙ্কর বৃষ্টি এবং বন্যার কারণ আবহাওয়ার খামখেয়ালিপনা। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। কিন্তু একইসঙ্গে গবেষকরা বলছেন, অনেকবছর ধরেও যদি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কম থাকে, দূষণ কমে যায় লকডাউনের মত, তাহলেও যে এরকম অতিবৃষ্টি হবে তার কোনও মানে নেই। সামগ্রিকভাবে বিশ্ব উষ্ণায়নের প্রতিফলনে ভারত মহাসাগরের আবহাওয়া ও জলবায়ু চরমভাবাপন্ন হয়ে গিয়েছে। এবং মহাসাগরগুলোর আবহাওয়া উষ্ণায়নের জন্যই হঠাৎ পরিবর্তন আসে। তারই প্রতিফলনে চিনের ওই বন্যা।