চিপ তৈরিতে বাধা

চিপ তৈরিতে বাধা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মার্চ, ২০২২

ইউক্রেনে রাশিয়ার হামলার পর চিপের কাঁচামালের সরবরাহ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চিপ নির্মাতাদের। কারণ, চিপ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নিয়ন গ্যাসের অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া ও ইউক্রেন। লেজারের মাধ্যমে চিপের সেমিকন্ডাক্টরে সিলিকনের ক্ষুদ্র অংশগুলোকে জোড়া দেওয়া হয়। আর এই লেজার তৈরিতে ব্যবহার করা হয় নিয়ন গ্যাস। রপ্তানিকারক দুটি দেশই যুদ্ধে জড়িয়ে পড়ায় এরই মধ্যে নিয়ন গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।
শুধু নিয়ন গ্যাসই নয়, প্যালাডিয়ামের সংকটও হতে পারে। প্রায় সব ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত রাসায়নিক যৌগ রাশিয়া থেকে সংগ্রহ করা হয়। কিন্তু যুদ্ধের কারণে নানা বিধিনিষেধের বেড়াজালে পণ্যটির সরবরাহ নিয়েও শঙ্কায় রয়েছেন চিপ নির্মাতারা।
করোনাকালে ঘরে বসে কাজের প্রয়োজন মেটাতে প্রযুক্তিপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চলছে চিপ-সংকট। তবে ইউক্রেন যুদ্ধের কারণে চিপ তৈরির কাঁচামালের সংকট হবে, তা আগে থেকে অনুমান করতে পারেনি ইন্টেল। এক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।