চোখরাঙানি পরিবেশের- রেকর্ড বৃষ্টিপাত স্পেনের ভ্যালেনকিয়া শহরে

চোখরাঙানি পরিবেশের- রেকর্ড বৃষ্টিপাত স্পেনের ভ্যালেনকিয়া শহরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মে, ২০২২

বছর ঘুরে আরো একটা ঘুর্নিঝড় ‘অশনি’র সতর্কতা এসেছে দোরগোড়ায়। ক্রান্তীয় উপকূলীয় অঞ্চলে প্রতিবছর ঘুর্নিঝড়ের দাপট যেন ক্রমাগতই বাড়ছে। এর কারণ সকলেরই জানা- পরিবেশ বিঘ্নিত হচ্ছে প্রতিদিন। বদলাচ্ছে জলবায়ু। রেকর্ড গরম, ঘুর্নিঝড়, ক্রান্তীয় অঞ্চলে টর্নেডো – সমস্ত স্বাভাবিকতা নষ্ট হচ্ছে আমাদেরই চোখের সামনে। শুধু ক্রান্তীয় অঞ্চলে নয় সর্বত্র। স্পেনের ভ্যালেনকিয়া প্রদেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে এ বছরের মে মাসে। এখন পর্যন্ত দৈনিক বৃষ্টিপাতের হিসাবে যা ১৮৭১ সালের সে দেশের রেকর্ড ভেঙে ফেলেছে। শহরের রাস্তায় প্রায় কোমর সমান জল। ব্যক্তিগত গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্টের গাড়িগুলি আটকে পড়েছে রাস্থায়। অবস্থা এমনই শোচনীয় যে শহরের ফায়ার ডিপার্টমেন্ট কে গাড়িগুলি থেকে যাত্রী উদ্ধারের কাজে নামতে হয়েছে। শহরের ৬৪ বছরের নাগরিক জানাচ্ছেন জীবদ্দশায় এমন বৃষ্টিপাত দেখেন নি।