ছোট উপগ্রহ পাঠানোর লঞ্চার তৈরি করছে ইসরো

ছোট উপগ্রহ পাঠানোর লঞ্চার তৈরি করছে ইসরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মার্চ, ২০২২

ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো ছোট উপগ্রহ পাঠানোর লঞ্চার (এসএসএলভি) তৈরি করছে। শ্রীহরিকোঠায় সোমবার সেই লঞ্চারের পরীক্ষা হল। ইসরোর তরফে জানানো হয়েছে এই লঞ্চারগুলোয় যে ছোট উপগ্রহ পাঠানো যাবে সেটা পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার ওপরের কক্ষে প্রদক্ষিণ করতে পারবে। কেন্দ্রীয় সরকার এই প্রোজেক্টের জন্য ১৬৯ কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, এসএসএলভি তৈরি করার পেছনের মূল কারণ ছোট ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা। তুলনামূলকভাবে খরচ কম, লঞ্চিং-এর হাই-স্পিড এবং প্রয়োজনে পরিকাঠামো দ্রুত বদলে ফেলা যায় এরকম লঞ্চ ভেহিকলই তৈরি করা হচ্ছে। আরও বলা হয়েছে, এই এসএসএলভি আপাতত ভারত ব্যবহার করলেও অদূর ভবিষ্যতে বিশ্ববাজারে বাণিজ্যের জন্য এসএসএলভি-কে ছাড়া হবে আতে অন্যান্য দেশও তাদের ছোট উপগ্রহগুলোকে মহাকাশে পাঠানোর জন্য এসএসএলভি পাঠাতে পারে।