ছোট হ্রদ তৈরি হচ্ছে পৃথিবীর নানা প্রান্তে, বিপদের ইঙ্গিত

ছোট হ্রদ তৈরি হচ্ছে পৃথিবীর নানা প্রান্তে, বিপদের ইঙ্গিত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ডিসেম্বর, ২০২২

শেষ চার দশকের তথ্য বলছে, সারা পৃথিবী জুড়ে অনেক ছোট ছোট হ্রদ জন্ম নিয়েছে। এই ধরণের ‘উন্নতি’তে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিপদের কারণ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ।
১৯৮৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত দুনিয়া জুড়ে হ্রদের এলাকা বেড়েছে ৪৬০০০ বর্গ কিলোমিটার। ডেনমার্কের চেয়ে সামান্য বেশি! এমনই বলছেন বিজ্ঞানীরা।
হ্রদের নিচ থেকে নিরবিচ্ছিন্নভাবে কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড সহ আরও নানা গ্রিনহাউস গ্যাস নির্গত হতেই থাকে। জলের নিচে ব্যাকটেরিয়া আর ছত্রাকের রমরমা। সেখানে মৃত জলজ উদ্ভিদ আর প্রাণীর দেহ খেয়ে এইসব অণুজীব গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
সম্পূর্ণ হিসেব বলছে, ৪.৮ ট্রিলিয়ন গ্রাম কার্বন ডাই-অক্সাইড নির্গত হতে পারে গোটা হ্রদের এলাকা থেকে। তুলনা করে বললে, ২০১২ সালে ইংল্যান্ড এই পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছিল।
ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের বাস্তুতন্ত্রবিদ জিং ট্যাং বলছেন, হ্রদের সংখ্যায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে, এবং সেটা খুব দ্রুত। এতে শুধু গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে যে তা’ই নয়, বাস্তুতন্ত্রের ব্যাপক বদলও হচ্ছে। জলের উৎস পাল্টে যাচ্ছে।