জলবায়ু সংকটে দ্ব্যর্থহীনভাবে পৃথিবী এক জরুরি অবস্থার মধ্যে

জলবায়ু সংকটে দ্ব্যর্থহীনভাবে পৃথিবী এক জরুরি অবস্থার মধ্যে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ অক্টোবর, ২০২২

বায়োসায়েন্স পত্রিকায় প্রকাশিত হয়েছে একটা বিশেষ রিপোর্ট। সৌজন্যে ‘ওয়ার্ল্ড সায়েন্টিস্টস’। ২০২২ সালে আরও একবার পরিবেশ দূষণ আর জলবায়ু সংকট নিয়ে পৃথিবীবাসীকে সাবধান করে দিচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞানীদের এই সংস্থা। বলা হচ্ছে, গ্রহের বাসযোগ্যতা নির্ধারণের ৩৫টা গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে ১৬টাতেই রেকর্ড ছুঁয়েছে দূষণের মাত্রা। নতুন করে কয়েকটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ওনারা। তাপপ্রবাহের সংখ্যা দিনেদিনে বাড়ছে, দাবানলের প্রকোপে পৃথিবীব্যাপী সবুজের আস্তরণ কমছে আর মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের স্থায়িত্ব আর ব্যাপকতা বাড়ছে।
কোভিড অতিমারির জন্যে লকডাউনের পরেই ফের উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা পৌঁছেছে ৪১৮ পিপিএম, যা একটা রেকর্ড। ওহিও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ অফ ফরেস্ট্রির অধ্যাপক উইলিয়াম রিপেল আর পোস্টডক্টরাল গবেষক ক্রিস্টোফার উলফ ঐ রিপোর্টের দুজন মুখ্য লেখক। এছাড়াও বিশ্বের নামজাদা বিশ্ববিদ্যালয়ের আরও ১০জন বিজ্ঞানী যুক্ত আছেন এই কাজে। পাঁচ বছর ছাড়া ছাড়া এই ওয়ার্ল্ড সায়েন্টিস্টস নামের দল মানবসভ্যতা বাঁচানোর তাগিদে আমাদের সাবধান করতে থাকেন। প্রোফেসর রিপেলের উদ্যোগে এ বছর প্রকাশিত হল দ্বিতীয় সাবধানবাণী। সই করেছেন ১৮৪টা দেশের ১৫০০০ এর বেশি বিজ্ঞানী।
প্রতিবেদনে যে সমস্ত বিজ্ঞানীর অবদান ছিল তাঁরা বিশ্বের খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছেন। যেমন – ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সিডনী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এক্সেটার বিশ্ববিদ্যালয়, পটসড্যাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ ইত্যাদি।
বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তরফ থেকে অধ্যাপক সালেমুল হক বলছেন, জলবায়ু পরিবর্তন কোনও একক ইস্যু নয়। জীবমণ্ডলের উৎপাদন ক্ষমতাকে মানুষের চাহিদা ছাপিয়ে গেছে ফলে বাস্তুতন্ত্রের উপর মারাত্মক চাপ পড়ছে। কম আয়ের দেশগুলোর দিকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা আশু কর্তব্য। আবার, সিডনী বিশ্ববিদ্যালয়ের থমাস নিউসাম জানালেন, পৃথিবীর তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে কিছু বিশেষ প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়ে যেতে পারে অদূর ভবিষ্যতে।