জলস্তর বৃদ্ধিতে বিপদ বাড়ছে আমেরিকায়

জলস্তর বৃদ্ধিতে বিপদ বাড়ছে আমেরিকায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ ফেব্রুয়ারী, ২০২২

গত ১০০ বছরে জলের স্তর যতটা বেড়েছিল, সেই পরিমাণ এবার আগামী ৩০ বছরেই বেড়ে যাবে! বিপদের আশঙ্কা আমেরিকায়। দেশের পূর্ব ও পশ্চিম উপকূল, দু’টো অঞ্চলের বিপদ ক্রমশ বাড়ছে। সৌজন্যে উষ্ণায়ন এবং তার জন্য জলবায়ুর দ্রুত পরিবর্তন। দেশের জাতীয় ওশ্যানিক অ্যান্ড অ্যাটমোস্ফেয়ারিক সংস্থা (নোয়া) তাদের ১১১ পাতার রিপোর্টে এই উদ্বেগের খবর প্রকাশ করেছে। আমেরিকার লাগোয়া প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের জলের স্তর ২০৫০-এর মধ্যে আরও এক ফুট বা তারও বেশি বেড়ে যাবে বলে জানিয়েছে নোয়ার রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে আমেরিকার দু’টি রাজ্য, লুইজিয়ানা ও টেক্সাসের বেশ কিছু অংশ চলে যেতে পারে জলের তলায়! কারণ এই দু’টি রাজ্যের লাগোয়া সমুদ্রের জলের স্তর এক ফুটের বেশি বেড়ে যেতে পারে। দেশের পূর্ব ও পশ্চিম উপকূল অঞ্চলগুলিতে বাস করেন আমেরিকার মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ। আর উপকূলবর্তী অঞ্চল জুড়ে, সমস্ত জায়গায় জলস্তর বৃদ্ধি পাবে কম করে ১০ ইঞ্চি। নোয়ার রিপোর্টে জানানো হয়েছে, গত ১০০ বছরে সমুদ্রের জলের স্তর যে পরিমাণে বেড়েছে সেটা তার আগের ২ হাজার বছরেও কিন্তু বাড়েনি! আগামী ৩০ বছরে জলের স্তর তার চেয়ে বেশি ওপরে উঠে এলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা সহজেই অনুমেয়।