জাকার্তা ডুবে যাচ্ছে!

জাকার্তা ডুবে যাচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ফেব্রুয়ারী, ২০২২

জাভা সমুদ্রে ধীরে ধীরে ডুবে যাচ্ছে জাকার্তা! সঙ্গে দূষণ। সরকার নতুন রাজধানী বোর্ণিও দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। দেশের রাষ্ট্রপতি উইডোডো বলেছেন, কঠিন সমস্যার সামনে জাকার্তার মানুষ পড়েছে। কারণ, জাকার্তার মত পরিকল্পিত শহর এখন খুঁজে পাওয়া কঠিন। কিন্তু একইসঙ্গে রাষ্ট্রপতি জানিয়েছেন, দেশের বিজ্ঞানীদের পর্যবেক্ষণ ২০৫০-এর মধ্যে জাকার্তার এক-তৃতীয়াংশ ডুবে যাবে। বিশ্ব উষ্ণায়নের জন্য জাযা সমুদ্রের বিস্তার বাড়ছে। তাই সমস্যা হলেও রাজধানী বদলাতে বাধ্য হচ্ছে সরকার। দেশের ২৭ কোটি মানুষের ৫৪ শতাংশ জাকার্তায় থাকেন।