জাপানে ভূমিকম্প, মৃত দুই

জাপানে ভূমিকম্প, মৃত দুই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ মার্চ, ২০২২

বুধবার রাতে জাপান ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৭.৩! মুহুর্তের মধ্যে অন্তত ২০ লক্ষ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নাগরিকদের মনে পড়িয়ে দিল ১১বছর আগের ফুকুশিমা পারমাণবিক বিস্ফোরণের কথা। এখনও পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ৯০ জন গুরুতরভাবে আহত আর মারা গিয়েছেন ২ জন। স্থানীয় সংবাদমাধ্যমের মতে যে সংখ্যাটা অসংখ্য হয়ে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে। ফুকুশিমা, মিয়াগি, ইয়ামাগাতা-সহ রাজধানী টোকিও-তেও ভূমিকপের জেরে প্রচুর বাড়িকে নড়ে উঠতে দেখে গিয়েছে। অনেক বাড়ি ভেঙেও গিয়েছে। জাপানের উত্তর-পশ্চিমে আহতের সংখ্যাটা বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পটা ফুকুশিমা থেকে সমুদ্রের দিকে, ৬০ কিলোমিটার দূরে শুরু হয়েছিল। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, এই অঞ্চলটাই জাপানের ভূমিকম্পের আঁতুড়ঘরও। সাত বছর আগে, এখানেই হয়েছিল জাপানে এখনও পর্যন্ত হওয়া সর্ববৃহৎ ভূমিকম্প। যাতে মারা গিয়েছিলেন ১৮ হাজার মানুষ!