জীবদেহের সলিলসমাধিতে ঘটতে পারে ভূমিকম্প!

জীবদেহের সলিলসমাধিতে ঘটতে পারে ভূমিকম্প!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ অক্টোবর, ২০২২

নিউজিল্যান্ডের সীমানার মধ্যেই হিকুরাঙ্গি সাবডাকশান অঞ্চল। সমুদ্রের নীচে এই এলাকাতে এমন জোর অভিঘাত সৃষ্টি হতে পারে, যা রিখটার স্কেলে ৮ বা তার বেশি তীব্রতাসম্পন্ন ভূমিকম্প ঘটাতে সক্ষম। কিন্তু নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, প্রাচীন আণবিক কিছু সামুদ্রিক জীব পরবর্তী ভূমিকম্পে একটা বড়ো ভূমিকা নিতে চলেছে! তাও কি সম্ভব?

লক্ষ লক্ষ বছর আগে এককোষী জীবদেহ থেকে সৃষ্ট ক্যালসাইট বর্জ্য হিকুরাঙ্গি অঞ্চলে অযুত পরিমাণে রয়ে গেছে। সমুদ্রের তলদেশে প্যাসিফিক প্লেট আর অস্ট্রেলীয় প্লেটের মধ্যেকার নড়াচড়া অথবা ঘর্ষণ নিয়ন্ত্রণ করে এই ক্যালসাইট স্তূপ। দুটো বৃহৎ টেক্টোনিক প্লেটের ভবিষ্যৎ নির্ভর করছে বহুকাল ধরে জমতে থাকা ক্যালসাইটের উপর। প্লেটের গতিবিধিতে যদি ক্যালসাইট সাহায্য করে তাহলে ঐ দুই প্লেট দ্রুতবেগে একে অপরের তলায় ঢুকে যাবে। বিপদ সেখানেও। কিন্তু যদি ক্যালসাইটের প্রভাবে প্লেটের গতিরোধ ঘটে তাহলে সমস্যাটা আরও বড়ো। সেক্ষেত্রে গতিশক্তি মুক্ত না হতে পেরে পরে কোনও সময় বিরাট বিস্ফোরণের আশংকা থেকে যাচ্ছে।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ক্যারোলিন বল্টন বলছেন, উচ্চচাপে এবং কম তাপমাত্রায় ক্যালসাইট গলে যায়। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে যেহেতু তাপমাত্রা বেশি তাই ক্যালসাইটের স্তূপ বিগলত হওয়ার সুযোগ পায় না। কিন্তু হিকুরাঙ্গি সাবডাকশান অঞ্চলে এতদিন ধরে এতও বেশি পরিমাণে ক্যালসাইট সঞ্চিত হয়ে আছে যে আগামী যেকোনো ভূমিকম্পে তা ভয়াবহ প্রভাব বিস্তার করতে পারে।

গবেষণাপত্রটা লিথোস নামক পত্রিকায় বেরিয়েছে