জেমস ওয়েব টেলিস্কোপের সঙ্গে ধাক্কা পাথরখন্ডের

জেমস ওয়েব টেলিস্কোপের সঙ্গে ধাক্কা পাথরখন্ডের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ জুন, ২০২২

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাথে ধাক্কা লেগেছে একটি ছোট উল্কাপিন্ডের বা ছোট মহাজাগতিক পাথরের। নাসার তরফে ‘গডডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে’র টেকনিক্যাল ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার পল কেইথনার জানিয়েছেন এই খবর। টেলিস্কোপের মূল আয়নার সঙ্গেই ঘটেছে সেই সংঘাত। মুখ্য আয়নাটি ১৮ টি ছোটো আয়নার সমন্বয়ে গঠিত। মূল আয়নাটির দৈর্ঘ্য প্রায় ২১ ফুটের কাছাকাছি। ১৮টি ক্ষুদ্র আয়নার মধ্যে টেলিস্কোপের ডান দিকের নিচের দিকে অবস্থিত ‘সি৩’ আয়নাটিকে ধাক্কা মেরেছে পাথরখন্ড। ঘটনাটি ঘটেছে ২৩ শে মে থেকে ২৫ শে মে’র মাঝের কোনো সময়ে। উল্লেখ্য ঐ সময়টাতে পৃথিবীতেও বিভিন্ন স্থানে উল্কাপাত হয়েছিল।
এই ধাক্কার ফলে ‘সি৩’ আয়নাতে সৃষ্টি হয়েছে ক্ষত বা ডেম্পল। গালে টোল পড়লে যেমন জায়গাটা ফুলে থাকে তেমনি অনেকটা। ফলে ১৮ টি আয়নার সমন্বয়ে সমষ্টিগতভাবে যে ছবি ধরার কথা জেমস ওয়েবের তাতে খানিক বাধা সৃষ্টি হলো। যদিও নাসা জানিয়েছে এই ধরনের পরিস্থিতির জন্যে প্রস্তুত ছিলেন তাঁরা।