জোঁক লাফায় ? প্রমাণ মিলেছে ভিডিও ফুটেজে

জোঁক লাফায় ? প্রমাণ মিলেছে ভিডিও ফুটেজে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ জুন, ২০২৪

একটি নতুন গবেষণায় দেওয়া ভিডিও প্রমাণ উপস্থাপন করেছে এক প্রজাতির স্থলজ জোঁক লাফ দিতে পারে। এই বিষয় নিয়ে বিজ্ঞানীরা এক শতাব্দীরও বেশি সময় ধরে বিতর্ক করে চলেছেন। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক-এর মেডগার এভার্স কলেজের গবেষকরা আজ বায়োট্রপিকা জার্নালে একটি ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট বিশ্লেষণ প্রকাশ করেছেন। গবেষকদের মতে এই প্রথম এটা প্রমাণ হল যে কিছু জোঁক নিজেদের শক্তি প্রয়োগ করে লাফ দিতে পারে। ২০১৭ এবং ২০২৩ সালে মাদাগাস্কারে দুটি পৃথক অভিযানের সময় গবেষক এই জোঁকের লাফানোর দৃশ্য দেখেন এবং তার ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। এই ধরনের জোঁক পাতার উপর কুণ্ডলী পাকিয়ে তারপর ছিটকে যাওয়ার মতো করে লাফ দেয়। তার চলনকে বিজ্ঞানীরা “ব্যাকবেন্ডিং কোবরা”-র চলনের সঙ্গে তুলনা করেছেন। লাফানোর সময় জোঁক তার শরীরকে প্রসারিত রাখে কারণ এটি বাতাসের মধ্য দিয়ে লাফিয়ে মাটিতে পড়ে। মাদাগাস্কার, সেশেলস, মালয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ জুড়ে সি ফল্যাক্স নামের এই জোঁক দেখতে পাওয়া যায়। গবেষকরা যদিও নিশ্চিত নন যে এই ধরনের জোঁক হোস্টদের সন্ধানে প্রায়শই এই ক্ষমতা ব্যবহার করে কিনা, তবে, তারা নিশ্চিত যে এই ধরনের আচরণ জোঁকের এই প্রজাতির ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। সামগ্রিকভাবে জোঁকের আচরণ বোঝা সংরক্ষণের প্রচেষ্টার জন্যও গুরুত্বপূর্ণ কারণ জোঁক এবং তাদের খাবার- অর্থাৎ রক্ত- মেরুদণ্ডী জীববৈচিত্র্য অধ্যয়নের জন্য ক্রমবর্ধমানভাবে সংগ্রহ করা হচ্ছে। গবেষকদের ধারণা যদি জোঁকের হোস্ট খুঁজে বের করা ও গায়ে আটকে যাওয়ার উপায় শনাক্ত করা যায় তবে তাদের অন্ত্রের মধ্যেকার বস্তুর বিশ্লেষণের ফলাফলগুলো আরও যথাযথভাবে অধ্যয়ন করা যাবে। গবেষকদের এও ধারণা বাস্তুতন্ত্রের একটি প্রাকৃতিক অংশ হিসাবে, জোঁকের নিজেরই সংরক্ষণ সুরক্ষার প্রয়োজন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =