টাইফুনের দিকে সোজা উড়ে যায় এই পাখি!

টাইফুনের দিকে সোজা উড়ে যায় এই পাখি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৯ অক্টোবর, ২০২২

ডোরাকাটা শিয়ারওয়াটার, জাপানের উপকূলে বাস করা এক সামুদ্রিক পাখি। টাইফুন এলে কোনও কোনও সময় এরা সোজা ঝড়ের অভিমুখে উড়তে শুরু করে। ঘূর্ণাবর্তের চক্ষু বলে পরিচিত যে অংশটা, সেখানে ঘণ্টার পর ঘণ্টা শিয়ারওয়াটার উড়তে পারে।
গবেষকরা আজব এই পাখির হদিশ দিয়েছেন গত সপ্তাহে, প্রকাশিত হয়েছে প্রোসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে। ক্যালোনেক্ট্রিস লিউকোমেলাস, পাখিটার ল্যাটিন নাম। হ্যারিকেন বা টাইফুনের মতো ঘূর্ণিঝড় যেসব অঞ্চলে হামেশাই হয়, সেখানকার পাখি আর অন্য জন্তুরাও নানান উপায় মানিয়ে নিতে শিখেছে বাঁচার তাগিদে। অনেক পাখি সাইক্লোন থেকে বাঁচতে অনেক ঘুরপথ অবলম্বন করে ওড়ার সময়। কিন্তু শিয়ারওয়াটার বাকিদের মতো একেবারেই নয়।
ওয়ালসের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এমিলি শেপার্ড বলছেন, ঝড়ের মুখে সামুদ্রিক পাখিদের লুকোনোর কোনও জায়গাই নেই সেই অর্থে। শেপার্ড ও তাঁর দল জাপানের আওাশিমা দ্বীপে ৭৫টা পাখির ডানায় জিপিএস ট্র্যাকার লাগিয়ে বিগত ১১ বছর ধরে নজরদারি চালিয়েছেন। তথ্য জড়ো করে দেখা গেছে, শিয়ারওয়াটার যদি সমুদ্রের মাঝেই ঘূর্ণিঝড়ে আটকে যায় তাহলে ঘূর্ণাবর্তের ল্যাজের দিকে তারা উড়তে শুরু করে। আর যদি টাইফুনের সময় তারা ডাঙায় থাকে তাহলে সোজা ঘূর্ণাবর্তের চোখের দিকে ধেয়ে যায়। এমনকি ভীষণ শক্তিশালী ঝড়ের মাঝেও তারা ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে উড়তে পারে।