পরিবেশ দূষণ কমাতে গ্রীনহাউস গ্যাস নির্গমনকে প্রতিরোধ করাই এখন বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ। গোটা বিশ্বে যে পরিমাণ গ্রীনহাউস গ্যাস নির্গমন হয় তার ৮ শতাংশ আসে পৃথিবীর ইস্পাত শিল্প থেকে! এরকম এক দুঃসময়ে সুইডেনের একটি কোম্পানি, নাম হাইব্রিট, অভাবনীয় এক আবিষ্কার করে ফেলেছে। পরিবেশ দূষণের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে যা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কোম্পানিটি জীবাশ্ম-মুক্ত ইস্পাত তৈরি করে ফেলেছে! যার মধ্যে মূল উপাদান ডিআরআই, মানে ডাইরেক্ট রিডিউসড আয়রন! এককথায় যাকে বলা হচ্ছে স্পঞ্জ আয়রন। ইস্পাত শিল্পে কোক কয়লা দিয়ে আকরিক ভিত্তিক ইস্পাত তৈরির যা ইতিহাস চলে আসছে সেটা বন্ধ করে দিল এই সুইডেনের কোম্পানিটি! স্পঞ্জ আয়রন থেকে তৈরি আকরিক ইস্পাতের উপাদানে আর গ্রীনহাউস গ্যাস নির্গমন হবে না! এই ইস্পাতকে কোম্পানিটি বলছে ‘সবুজ ইস্পাতের’ তৈরি উপাদান। ২০১৯-এ এই কোম্পানি ‘সবুজ’ ইস্পাত দিয়ে পরীক্ষামূলকভাবে কিছু বুলেট তৈরি করেছিল। এবার তারা ভলভো ট্রাক তৈরি করার সময়ে ব্যবহার করবে এই উপাদান!