ট্রাক থামিয়ে চাল খেল রামলাল!

ট্রাক থামিয়ে চাল খেল রামলাল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ আগষ্ট, ২০২২

জঙ্গলমহলের এক দাঁতাল হাতি। তার নাম রামলাল। এলাকার মানুষেরই দেওয়া নাম। জঙ্গলমহলে সে কিন্তু খুবই জনপ্রিয় নানারকমের অবাক করা কাজকর্মের জন্য। যেমন রামলালের সাম্প্রতিকতম কাজ ট্রাক থামিয়ে, সেখান থেকে চাল নামিয়ে তার খেয়ে নেওয়া!

সোমবার থেকেই জঙ্গলমহলের পিড়াকাটা রেল এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রামলাল। তবে ঘোরাঘুরির জন্য ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছিল না। এত বড় শরীর, পেটটুকু না ভরলে কি আর চলে? কাঁহাতক গাছ-পাতা খেতেই বা ভাল লাগে? মুখবদল করাও তো দরকার মাঝে মাঝে। তাই তো নিজের খাবারের ব্যবস্থা নিজে করে নিল রামলাল।
সোমবার সকাল পিড়াকাটা রেঞ্চের রঞ্জার জঙ্গল দিয়ে যাচ্ছিল এফসিআইয়ের কয়েকটি ট্রাক। তা দেখতে পেয়েই সটান গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে ট্রাক থামিয়ে দেয় রামলাল। তারপর লোকজনের চিৎকার চেঁচামেচি কানে না তুলে ট্রাকের পিছন থেকে নামিয়ে আনে চালের বস্তা। তারপর তা খেয়ে দেয়ে পেট ভরিয়ে নেয় সে।
তার চাল খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় লোকজন। তাঁরা জানিয়েছেন, গতকাল রাতে আজনাসুলি গ্রামে ঢুকে পড়েছিল রামলাল। সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলে সকালবেলা বিরাকাটা বাজার এবং রঞ্জার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল সে। তার মধ্যেই খিদে পাওয়ায় ট্রাক থামিয়ে পেটপুজো সেরে নেয় রামলাল।