ট্রান্সমিটার ভারতের কচ্ছপকে ফেরাল বাংলাদেশ থেকে

ট্রান্সমিটার ভারতের কচ্ছপকে ফেরাল বাংলাদেশ থেকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মার্চ, ২০২২

ভারতেরই দুটি কচ্ছপ। বিরল বাটাগুস্কা প্রজাতির কচ্ছপ। সীমান্ত পেরিয়ে তারা চলে গিয়েছিল বাংলাদেশে। কিন্তু তাদের পিঠে বসানো ছিল স্যাটেলাইট ট্রান্সমিটার। তারই সহায়তায় জানা গেল ভারতের কচ্ছপ দুটি বাংলাদেশে চলে গিয়েছে। এবার বাংলাদেশ সরকারের দুটি বাটাগুস্কা প্রজাতির ওই কচ্ছপ ভারতে ফেরানোর পালা। বিলুপ্ত প্রজাতির কচ্ছপ নিয়ে গবেষণার জন্য গত ১৯ জানুয়ারি ১০টি বাটাগুস্কা প্রজাতির কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে সুন্দরবনের নদীতে ছাড়া হয়েছিল। তারপরই দুটি কচ্ছপ নিরুদ্দেশ হয়ে যায়। ২৬ ফেব্রুয়ারি সেই দুটি কচ্ছপকে উদ্ধার করা হয় বাংলাদেশের খুলনা জেলার পায়রা নদী থেকে।