মোট ৬টা মাইক্রোস্কোপ ছিল তার। তার একটি তিনি দিয়ে গিয়েছিলেন ছেলে লিওনার্দোকে। ২০০ বছর সযত্নে রাখা ছিল সেই মাইক্রোস্কোপ। কিংবদন্তি চার্লস ডারউইনের সেই মাইক্রোস্কোপ আগামী ডিসেম্বরে নিলামে উঠছে।সংগঠকদের আশা নিলাম থেকে মাইক্রোস্কোপটি ভারতীয় টাকায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা এনে দেবে! মাইক্রোস্কোপটির নকশা করেছিলেন চার্লস গুল্ড। ১৮২৫-এ। সেই সময় ডারউইন বিবর্তনবাদ নয়, সামুদ্রিক প্রাণী আর কোরাল নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন। ১৮৫৯-এ তার কালজয়ী বই ‘অন দ্য অরিজিন অফ স্পেসিজ’ প্রকাশিত হয়। ১৮৫৮-য় ডারউইনের লেখা একটি চিঠি পাওয়া গিয়েছিল। সেখানে বড় ছেলেকে ডারউইন লিখছেন, ছোট্ট লেনি (লিওনার্দো) মাইক্রোস্কোপটার ভেতর দিয়ে দেখার চেষ্টা করছে! আর বলছে এটা ওকে দিলে ওর সারাজীবনের সম্পদ হয়ে থাকবে মাইক্রোস্কোপটা! যন্ত্রটা রয়েছে দেশের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, গ্লোবস এবং ন্যাচারাল হিস্ট্রির গবেষণাগারে। তার প্রধান জেমস হাইস্লপ বলেছেন, “মাইক্রোস্কোপে চোখ দিয়ে রোমাঞ্চিত হয়ে পড়ছি। এই মাইক্রোস্কোপের ভেতর দিয়ে ডারউইন দেখতেন এটা ভেবে!”