ডায়াবেটিসের ওষুধ বেশি খেলে সদ্যোজাতের শারীরিক ত্রুটি

ডায়াবেটিসের ওষুধ বেশি খেলে সদ্যোজাতের শারীরিক ত্রুটি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ এপ্রিল, ২০২২

কোনও ডায়াবিটিসের রোগী বেশি পরিমাণে ডায়াবিটিসের ওষুধ খেলে তার সদ্যোজাত সন্তানের জন্মের সময় থেকে একাধিক শারীরিক ত্রুটি বিচ্যুতি দেখা দেবে। বিজ্ঞান গবেষণা পত্রিকা অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে। ত্রুটি বিচ্যুতির আশঙ্কা আরও বেড়ে যাবে যদি রোগীকে টাইপ-টু ডায়াবিটিসে বহুল প্রচলিত ওষুধ মেটফর্মিন নিয়মিত খেতে হয়। পুরুষের শুক্রাণু গঠন সঠিকভাবে হতে পারে না এই ওষুধের নিয়মিত প্রয়োগে। যে কারণে পুত্রসন্তান জন্মালে সদ্যোজাতের যৌনাঙ্গ সঠিকভাবে গড়ে উঠতে পারে না। আমেরিকার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই গবেষণা এবার প্রশ্ন তুলে দিয়েছে মেটফর্মিন নিয়মিত খাওয়ার ব্যাপারে। গবেষকরা পরামর্শ দিয়েছেন যে, কোনও ডায়াবিটিসের রোগী বাবা হতে চাইলে তাকে চিকিৎসকদের গাইড করতে হবে। সেই দম্পতির কাছে জানতে চাইতে হবে কতদিনের মধ্যে তারা সন্তানের প্রত্যাশা করছেন। না হলে মেটফর্মিনের পার্শ্ব-প্রতিক্রিয়ার কুপ্রভাব পড়বে সদ্যোজাতের ওপর।