তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ শুরু জার্মানিতে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ শুরু জার্মানিতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২১ ডিসেম্বর, ২০২২

লিক্যুইফায়েড ন্যাচারাল গ্যাস বা সংক্ষেপে এলএনজি। গত শনিবার দেশের প্রথম এলএনজি টার্মিনালের উদ্বোধন করল জার্মানি। তৈরি করতে সময় লেগেছে সবচেয়ে কম, রেকর্ড সময়ে চালুও হল। রুশ গ্যাস আর তেল ছাড়া কীভাবে শক্তির চাহিদা মেটানো যায়, সেটা অবশেষে খুঁজে পেল জার্মানি।
চ্যান্সেলার ওলাফ স্কলজ উত্তর সাগরের ধারে উইলহেমশাভেন বন্দরে ফিতে কাটার অনুষ্ঠানে পৌরোহিত্য করলেন। একটা বিশেষ ভেসেল এই কাজে ব্যবহার করা হবে। নাম দেওয়া হয়েছে হয়েজ এস্পারেনজা।
জাহাজে অনুষ্ঠিত সভা থেকে স্কলজ বললেন, দেশের পক্ষে এটা একটা শুভ দিন বটে। সারা পৃথিবীর কাছে প্রমাণ করা গেল জার্মান অর্থনীতি কতটা শক্তিশালী। চ্যান্সেলারের সংকেত পেয়েই যাত্রা শুরু করে হয়েজ এস্পারেনজা।
নাইজেরিয়া থেকে ইতিমধ্যেই যে পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস এসেছে, সেটা সঞ্চয় করা আছে ঐ জাহাজে। প্রতিবছর দেশের ৫০,০০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় এতটা পরিমাণের এলএনজি মজুত রয়েছে। ডিসেম্বরের ২২ তারিখ থেকে সরকারিভাবে বিলি করা শুরু হবে।
জোগানকারী সংস্থাগুলো দীর্ঘ চুক্তি চাইছে। কিন্তু জার্মানি তাতে রাজি নয়। বহু বছরের চুক্তির ফাঁসে আটকে পড়তে চায় না জার্মানি। ২০৪৫ সালের মধ্যে নেট জিরোর লক্ষ্যে পৌঁছতে