তাপপ্রবাহের নিশানায় কোন কোন দেশ?

তাপপ্রবাহের নিশানায় কোন কোন দেশ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মে, ২০২৩

এপ্রিলের গরমেই বাঙালির আত্মারাম খাঁচাছাড়া অবস্থা। কিন্তু তাতে ভ্রুক্ষেপ দেওয়ার সময় নেই তাপপ্রবাহের। বিশ্ব জুড়ে তাপমাত্রা বাড়ছে হুহু করে। অর্থাৎ, হিসেবটা খুব সোজা। ভবিষ্যতে তাপপ্রবাহের সংখ্যা বাড়বে, সাথে বাড়বে অগ্নিলীলার মেয়াদও। তবে, আগামীর জন্যে প্রস্তুত থাকাটাই দস্তুর। ইংল্যান্ডের জলবায়ু গবেষকরা সম্প্রতি সেই দেশগুলোকে চিহ্নিত করেছেন, যেখানে তাপপ্রবাহের রমরমা চলবে আসন্ন দিনগুলোতে।
তবে তালিকাটা সাধারণ নয়। এতদিনের আবহাওয়ার ইতিহাস দেখে তৈরি করা নয়। আর্থসামাজিক পরিস্থিতি, জনবিস্ফোরণ, বিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব আর জনস্বাস্থ্য পরিষেবার হালহকিকত – এই সব দিক খতিয়ে দেখেই দেশগুলোকে শনাক্ত করলেন বিজ্ঞানীরা।
গবেষণার উপসংহারে বলা হয়েছে, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি আর মধ্য আফ্রিকার দেশগুলোতে তাপপ্রবাহের ঝুঁকি সর্বাধিক। এছাড়াও চীনের বেজিং অঞ্চল আর গোটা মধ্য ইউরোপ ভুগবে এই সমস্যায়। এখানকার জনঘনত্বের হার বেশি হওয়ার কারণে বেশি সংখ্যক মানুষের জীবনে উপর প্রশ্নচিহ্ন থাকবে।
তবে, গবেষণাপত্রে ব্রিটিশ বিজ্ঞানীরা জোর দিচ্ছেন তাপপ্রবাহ মোকাবিলা করার উপায়গুলো নিয়ে। এটা নিয়ে সবাই একমত যে, ভয়াবহ গরম হাওয়ার স্রোত বইতে থাকবে আগামী কয়েক দশক ধরে। সমস্যা হচ্ছে এই পরিস্থিতি কেউই আগে দেখেনি। এতদিনের অভিজ্ঞতা থেকেই প্রস্তুতি নিচ্ছে দেশগুলো।