তিন চাঁদের গ্রহাণুর দেখা মিলল

তিন চাঁদের গ্রহাণুর দেখা মিলল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ ফেব্রুয়ারী, ২০২২

এই প্রথম তিন চাঁদের গ্রহাণুর সন্ধান পেলেন জ্যোর্তিবিজ্ঞানীরা। গ্রহাণুটির নাম ইলেক্ট্রা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে। তাইল্যান্ডের ন্যাশনাল আস্ট্রোনমিক্যাল রিসার্চ সংস্থার জ্যোর্তিবিজ্ঞানীরা এই গ্রহাণুর সন্ধান পেয়েছেন। এখনও পর্যন্ত যে ১১ লক্ষ গ্রহাণু আবিষ্কৃত হয়েছে তার কোনওটাতে বড়জোর দু’টো চাঁদ দেখা গিয়েছে। কিন্তু তিন চাঁদের গ্রহাণুর দেখা এই প্রথম মিলেছে। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটি রয়েছে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জে। তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব ২৬০ কিলোমিটার। এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল ১৮৭৩-এ। কিন্তু তখন দেখা যায়নি এর সঙ্গে থাকা তিনটি চাঁদকে। প্রথম চাঁদের দেখা মিলেছিল ২০০৩-এ। দ্বিতীয়টির হদিশ পাওয়া গিয়েছিল ২০১৪-য়। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন তিনটি চাঁদের মধ্যে তৃতীয় চাঁদটি আকারে সবচেয়ে ছোট। যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।