তিন ছায়াপথের সংযোগস্থল হাবলের চোখে

তিন ছায়াপথের সংযোগস্থল হাবলের চোখে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ মার্চ, ২০২২

মহাকাশের তিনটি ছায়াপথের সংযোগস্থলের ছবি এবার সামনে আনলো হাবল স্পেস টেলিস্কোপ। জানা গেছে পৃথিবী থেকে এই তিন ছায়াপথের সংযগস্থলের অবস্থান ৬৮ কোটি ১০ লক্ষ আলোকবর্ষ দূরে। ক্যান্সার নক্ষত্রপুঞ্জে রয়েছে এই সংযোগস্থলের অবস্থান। তিনটি গ্যালাক্সির সংযোগস্থলকে বলা হচ্ছে গেলাক্টিক ট্রায়ো। নাসার হাবল স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণের একটি সিরিজ রয়েছে। যার নাম – ওয়ায়েড অ্যাণ্ড ওয়াণ্ডারফুল গ্যালাক্সিস। এরই অন্তর্গত এই তিন গ্যালাক্সি ও তাদের সংযোগস্থল। ইন্সটাগ্রামে ইউরোপিয়ান স্পেস এজেন্সির আইডি থেকে গ্যালাক্টিক ট্রায়োর ছবি শেয়ার করা হয়েছে। তিন ছায়াপথের নক্ষত্রদের মহাকর্ষজ আকর্ষণের ফলে নক্ষত্র গঠনের অশান্ত পর্যায় দেখা গেছে হাবলের তোলা ছবিতে। ছবির একেবারে কেন্দ্রে রয়েছে ধুলো বা ডাস্টের পুরু আস্তরণ। তিন ছায়াপথের সংযোগস্থলের বাইরের অংশ দিয়ে অন্য একটি ছায়াপথ থেকে নির্গত আলো সংযোগস্থলের দিকেই আসছে দেখা যাচ্ছে। প্রসঙ্গত আজ আমাদের একথা বহুল পরিচিত যে মহাকাশে রয়েছে অসংখ্য ছায়াপথ। তবে গোটা ইউনিভার্সে যে একাধিক ছায়াপথ রয়েছে তার প্রথম সন্ধান দিয়েছিল হাবল স্পেস টেলিস্কোপ। গত তিন দশক ধরে মহাকাশ পর্যবেক্ষণে নাসার মূল হাতিয়ার হিসেবে কাজ করে চলেছে হাবল স্পেস টেলিস্কোপ।