তিন বিশাল ‘ব্ল্যাক হোল’

তিন বিশাল ‘ব্ল্যাক হোল’

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুলাই, ২০২৩

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীরা তিনটি ছায়াপথে তিনটি বিরল কালো গর্ত দেখতে পেয়েছেন সম্প্রতি। তিনটি বিশাল কালো গর্ত এক সঙ্গে সৃষ্টি করেছে একটা গ্যালাক্টিক নিউক্লিয়াস। জ্যোতি যাদব, ওই জ্যোতির্বিজ্ঞানীদের অন্যতম, জানিয়েছেন ওই তিনটি ছায়াপথেরই প্রত্যেকটার নিজস্ব একটি করে সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াস রয়েছে এবং তারা ট্রিপল এজিএন সিস্টেম তৈরি করছে। কসমোলজিক্যাল মডেলিং অনুযায়ী ছায়াপথে ১৬ শতাংশ ট্রিপল এজিএন থাকার কথা। কিন্তু তার সামান্যই দেখা গিয়েছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, মহাকাশে কালো গর্ত চিহ্নিত করা বেশ কঠিন। কারণ, ‘ব্ল্যাক হোল’ থেকে কোনও আলো বের হয় না। চারপাশের ধুলো এবং গ্যাস যখন তাদের ভেতর ঢোকে তখন তারা উজ্জ্বল হয়ে ওঠে। বিজ্ঞানীরা বলছেন, সাধারণত খালি চোখে ব্ল্যাক হোল দেখা যায় না। অথচ প্রত্যেকটা ছায়াপথেরই কেন্দ্রে রয়েছে ব্ল্যাক হোল। তিনটে ব্ল্যাক হোল দেখতে পাওয়ায় এবার অন্য ব্ল্যাক হোলগুলোকেও খুঁজে পেতে সুবিধে হবে।