তৃতীয় বারের জন্যে ফিরে এসেছে লা’ নিনা

তৃতীয় বারের জন্যে ফিরে এসেছে লা’ নিনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ সেপ্টেম্বর, ২০২২

লা’ নিনা আর এল’ নিনো। স্প্যানিশ শব্দদুটোর মধ্যে প্রথমটার অর্থ ছোট্ট মেয়ে আর পরেরটা ছোট্ট ছেলে। কিন্তু ব্যাপার খুব নিষ্পাপ নয়। এই দুটোই বড়ো মাত্রার আবহাওয়ার পরিবর্তন, যা কখনও বিপদজনক হয়ে উঠতেও পারে।

কী হয় লা’ নিনায়? প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে নিরক্ষীয় অংশে জলের তাপমাত্রা কমে যায় লা’ নিনার আগমনে। উল্টোটা ঘটে মহাসাগরের পশ্চিমভাগে। সেখানে গরম হয়ে ওঠে সমুদ্রের জল। এই দুয়ের মিলিত প্রভাবে হাওয়ার গতিবিধি, মেঘসৃষ্টি বা বায়ুচাপের মতো বিষয়গুলো ওলটপালট হয়ে যেতে থাকে।

কিন্তু ব্যুরো অফ মেটেরোলজির প্রধান ডক্টর অ্যান্ড্রু ওয়াটকিন বলছেন, এই নিয়ে পরপর তিনবার এলো এই লা’ নিনা। ১৯০০ সাল থেকে আজ পর্যন্ত এ ঘটনা মোটে তৃতীয় বার। উপরন্তু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবের দোসর হয়ে মানুষের যমযাতনা বাড়াবে এবারের লা’ নিনা। ডক্টর ওয়াটকিনের মতে, অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে অতিবৃষ্টি শুরু হতে পারে এই কারণে। গরমকালে বৃষ্টিপাত আর ঝোড়ো হাওয়া বাড়বে, বন্যার ভ্রূকুটিও সাথে আছে। সামগ্রিকভাবেই বেশ খানিকটা বেড়ে যাবে বাতাসের আর্দ্রতাও।

সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ঐতিহাসিক ডক্টর মারগারেট কুক আশঙ্কা করছেন অতিপ্লাবনের। কারণ ইতিমধ্যেই মাটি ভিজে আছে, বিপদসীমার কাছাকাছি নদী বইছে আর জলাধারগুলো পরিপূর্ণ। ডক্টর কুক গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত আছেন।