দিল্লির বিজ্ঞানীর এয়ার কন্ডিশনারে সমাধানের পথ

দিল্লির বিজ্ঞানীর এয়ার কন্ডিশনারে সমাধানের পথ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ এপ্রিল, ২০২২

এবছরের মার্চেই ভারতের উষ্ণতা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডী। ১৯০১-এর পর এটাই ভারতে উষ্ণতম মাস, জানিয়েছেন গবেষকরা। যার অন্যতম প্রতিফলন এয়ার কন্ডিশনার বিক্রির চাহিদা তুঙ্গে। সমীক্ষা জানাচ্ছে প্রবল এই গরমে ভারত, চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এয়ার কন্ডিশনার বিক্রির চাহিদা আরও বাড়বে। বর্তমানের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। আর বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধিতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ভূমিকা কতটা সেটা প্রায় সর্বজনবিদিত।
এই সংকটে অভিনব সমাধানের পথ দেখালেন দিল্লির এক তথ্যবিজ্ঞানী আশুতোষ ভার্মা। তিনি তৈরি করেছিলেন সৌরশক্তি-চালিত এয়ার কন্ডিশনার। ২০১০-এ প্রথম সৌরশক্তি-চালিত এসি মেশিন তিনি তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার শুরু করেন। তারপর প্রতিষ্ঠা করেন এক সংস্থার, নাম এক্স অল্টা। সেই কোম্পানির সৌরশক্তি-চালিত এসি মেশিন আজ ভারত ছাড়াও কানাডা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়ার বাজারে গত দশ বছরে নিয়মিত সরবরাহ করে যাচ্ছে। দেখা গিয়েছে সৌরশক্তি-চালিত এই এসি মেশিন ২৫ বছর পর্যন্ত খারাপ না হয়ে চলতে পারে। সেইকারণে এখন শুধু এক্স অল্টা নয়, অন্যান্য কোম্পানিও ভার্মার দেখানো পথেই সৌরশক্তি চালিত এসি মেশিন তৈরি করার চেষ্টা করছে। এক্স অল্টার তৈরি এসি মেশিনে সিএফসি-র মত গ্রিনহাউস গ্যাসের পরিবর্তে লিকুইড কুলিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তার ফলে পরিবেশ দূষণ কমছে এবং প্রায় ৬০০ ইউনিট বিদ্যুতের খরচও কমিয়ে দিচ্ছে।
আগামীদিনে ভার্মার দেখানো পথে হেঁটে যদি ভারতবাসীর শুভবুদ্ধি আসে এবং ভারতের বাতাস কুছুটা দুষণ্মুক্ত হয়!