দিল্লির সবুজ ফেরাতে ‘স্মার্ট আরবান ফার্মিং’

দিল্লির সবুজ ফেরাতে ‘স্মার্ট আরবান ফার্মিং’

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৪ জুলাই, ২০২২

দূষিত দিল্লি শহরে সবুজায়ন অভিযানে নতুন এক উদ্যোগ কেজরিওয়াল সরকারের। উদ্যোগের নাম ‘স্মার্ট আরবান ফার্মিং’। প্রকল্পের সারমর্ম, ঘরে ঘরে ফল, ফুল এবং ফসলের চাষ! ঘরের আধিকাংশ ফাঁকা অংশে, যেমন, বাড়ির ছাদ, বারান্দা, ব্যালকনিতে এই ফার্মিং করা হবে। দিল্লির সরকার আপাতত সিদ্ধান্ত নিয়েছে প্রথম বছর শহরের ২৫ হাজার পরিবারের সদস্যকে এই ফার্মিংয়ের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তার জন্য প্রথমে চাষীদের মধ্যে থেকে ৪০জন ‘মাস্টার ট্রেনার’ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে শহর জুড়ে খুব শীঘ্র শুরু হচ্ছে ওয়ার্কশপ। অন্তত ৪০০টি ওয়ার্কশপের আয়োজন করছে দিল্লি সরকার। সেখানে প্রত্যেকটি পরিবারের সদস্যকে ডাকা হবে। আরবান ফার্মিং প্রকল্পের আবার দুটো ভাগ করা হয়েছে। কিছু পরিবারের সদস্যরা আরবান ফার্মিংয়ে শষ্যের চাষ করবেন নিজেদের খাবার জোগান দেওয়ার জন্য। আবার কিছু পরিবারের সদস্যদের ইচ্ছে হতে পারে ব্যবসা করার জন্য আরবান ফার্মিং শেখার। তাদের জন্যও থাকবে আলাদা ট্রেনার আর সরকারি পৃষ্ঠপোষকতা।