দু হাজার বছরের পুরনো মায়া সভ্যতার নিদর্শন গুয়েতামালায়

দু হাজার বছরের পুরনো মায়া সভ্যতার নিদর্শন গুয়েতামালায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ডিসেম্বর, ২০২২

জায়গাটা উত্তর গুয়েতামালা। মার্কিন মুলুকের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকদের সাথে ছিলেন একজন ফরাসি গবেষক, আরেকজন গুয়েতামালার বিজ্ঞানী। মায়া বা ইনকা সভ্যতার ২০০০ বছরের পুরনো নিদর্শন আবিষ্কৃত হল।
আবিষ্কারের সম্পূর্ণ বিবরণ প্রকাশিত হয়েছে সম্প্রতি ‘অ্যানসিয়েন্ট মেসোঅ্যামেরিকা’ নামক পত্রিকায়। দেশের উত্তরাংশের ঐ অঞ্চলে ‘লিডার’ পদ্ধতির প্রয়োগে মাটির নীচে তদন্ত চালানো হয়। লিডার ব্যবস্থায় রাডারের সাহায্যই নেওয়া হয় কিন্তু রেডিও তরঙ্গের বদলে ব্যবহৃত হয় লেজার রশ্মি। ইদানিং কয়েক বছর অতিঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের মধ্যে প্রাচীন সভ্যতার অনুসন্ধানে এই নতুন পদ্ধতিই প্রয়োগ করা হয়।
প্রথমে, গুয়েতামালার বিভিন্ন এলাকার উপর দিয়ে বিমানপথে ম্যাপিং করা হয়েছিল। আনুমানিক ৬৫০ বর্গমাইল এলাকা জুড়ে ছোট ছোট ১০০০টা খোপ (সেটেলমেন্ট) খুঁজে পাওয়া গিয়েছে। সেগুলোই প্রাচীন সুবৃহৎ মায়া সভ্যতার ভগ্নাবশেষ।
গবেষকরা জানাচ্ছেন, যে ধরণের নকশা আবিষ্কৃত হয়েছে তাতে বোঝা যাচ্ছে খুবই ঘিঞ্জি পরিবেশে একসাথে অনেক মানুষ গাদাগাদি করে বসবাস করত। অথচ আগে ধারণা ছিল প্রাচীন মেসোঅ্যামেরিকান বসতিতে ভিড় পাতলাই থাকত, সেটা যে ভুল নতুন আবিষ্কারেই স্পষ্ট হচ্ছে।