দূষণহীন বাস টাটা মোটর্সের

দূষণহীন বাস টাটা মোটর্সের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ ডিসেম্বর, ২০২১

কার্বন-ডাই-অক্সাইডের মত বিষাক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে দূষণহীন বাস পথে নামাচ্ছে টাটা মোটর্স। এই বাস তৈরির প্রযুক্তি ইসরোর। যাত্রী পরিবহণের এই বাসের নাম দেওয়া হয়েছে ‘হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকল’। আপাতত দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই বাস দেখা যাবে। ইসরোর তরফে জানানো হয়েছে, যেহেতু এই বাস চালানোর জন্য কোনওরুমের জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হবে না তাই এই বাস চললে বাতাসে গ্রিনহাউস গ্যাস নির্গমনেরও প্রশ্ন থাকছে না। বাসের ভেতর যে জ্বালানির সেল রাখা হচ্ছে সেটা হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়েই প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করতে পারবে। তাতেই চলবে বাসে থাকা বৈদ্যুতিক মোটর। আর সেই বিক্রিয়ায় উপজাত হিসেবে বেরিয়ে আসবে জল আর তাপ। তাই এই বাসের থেকে কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হওয়ারও প্রশ্ন থাকবে না।