দূষণের আর এক দান অটোইমিউনিটি

দূষণের আর এক দান অটোইমিউনিটি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মার্চ, ২০২২

দূষিত বায়ুমণ্ডলে বেশিদিন থাকলেই মানুষের দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়ে তার মধ্যে এক অন্যরকমের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। যার বৈজ্ঞানিক নাম অটোইমিউনিটি। বহুদিন ধরে দূষণের মধ্যে থাকতে থাকতে এই অটোইমিউনিটি-র সৌজন্যে মানুষের শরীরে প্রবেশ করে নানারকমের জটিল রোগ। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা আরএমডি-ওপেনে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে, জটিল রোগগুলির মধ্যে অন্যতম রিউম্যাটইয়েড আর্থ্রাইটিস, নানা ধরণের প্রদাহ, কোলাইটিস, আলসার, এমনকী ব্রেন স্ট্রোক পর্যন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ইতালির ভেরোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, বাতাসে ১০ মাইক্রন বা আড়াই মাইক্রন ব্যাসের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা অসংখ্য পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। সেরকম দূষিত পরিবেশে দীর্ঘদিন ধরে থাকার পর মানুষের রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেড়ে যায়।