দৃষ্টিহীন ব্যক্তিদের স্বপ্নেও কী দৃশ্য ফুটে ওঠে?

দৃষ্টিহীন ব্যক্তিদের স্বপ্নেও কী দৃশ্য ফুটে ওঠে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ ডিসেম্বর, ২০২৪

দৃষ্টিহীন ব্যক্তিরা দেখতে পারেন না, তবুও তাদের মস্তিষ্কে সেই নির্দিষ্ট অঞ্চল রয়েছে যা তাদের দেখতে সাহায্য করতে পারে। তবে কি দৃষ্টিহীন মানুষেরা স্বপ্ন দেখতে পারে? কিছু ক্ষেত্রে, তারা পারে। ২০১৪ সালের একটি অধ্যয়ন থেকে জানা গেছে, যে সব ব্যক্তিরা জন্মান্ধ নয় কিন্তু জীবনের পরবর্তী ক্ষেত্রে তাদের দৃষ্টি হারিয়েছে তাদের স্বপ্নে কখনও কখনও দৃশ্য ফুটে ওঠে। সম্ভবত এই স্বপ্নগুলো সেই সব হারিয়ে যাওয়া দিনের যখন তাদের দৃষ্টিশক্তি ছিল। তবে, গবেষণা জানিয়েছে একজন ব্যক্তি তার জীবনে যত আগে দৃষ্টিশক্তি হারিয়েছে বা যত বেশি সময় ধরে অন্ধত্বের শিকার হয়েছে তাদের স্বপ্নে চিত্র বা দৃশ্য দেখার সম্ভাবনা তত কম। মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল নিউরোসায়েন্টিস্ট, মরিস পিটো বলেছেন, যে ব্যক্তি সাত বছর বয়সে বা তার আগে দৃষ্টিশক্তি হারিয়েছে তারা স্বপ্নে কার্যত তাদের সমস্ত চাক্ষুষ অভিজ্ঞতা হারিয়ে ফেলে। কিন্তু যারা জন্মগতভাবে দৃষ্টিহীন তাদের স্বপ্ন শ্রবণ, স্পর্শ, স্বাদ এবং গন্ধের মতো ইন্দ্রিয়ের উপর বেশি নির্ভর করে। তবে এ বিষয়ে গবেষকদের মধ্যেও মতবিরোধ রয়েছে। যেমন ২০০৩ সালের ট্রেন্ডস ইন কগনিটিভ সায়েন্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় কিছু জন্মগতভাবে দৃষ্টিহীন মানুষদের কথা বলা হয়েছে যাদের ঘুমের সময় মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে। সেখানে দেখা গেছে তাদের মস্তিষ্কের তরঙ্গের সাথে দৃষ্টি বা চিত্র সংযুক্ত রয়েছে। আবার ২০২৩ সালে রোজেনউইগ এবং তার সহকর্মীরা সাতজন জন্মগতভাবে অন্ধ ব্যক্তির ১৮০ টি স্বপ্ন বিশ্লেষণ করেছেন এবং তাদের স্বপ্নে চাক্ষুষ অভিজ্ঞতার মতো কিছু বিষয় বর্ণনা করেছেন। তবে গবেষকরা জানিয়েছেন দৃষ্টিহীন মানুষের মস্তিস্কে ভিজ্যুয়াল কর্টেক্স সক্রিয় থাকা মানে এই নয় যে তারা ঘুমানোর সময় স্বপ্নে ছবি দেখে। জন্মগতভাবে অন্ধদের ক্ষেত্রে মস্তিষ্ক ভিজ্যুয়াল কর্টেক্সকে অন্যান্য কাজে ব্যবহার করে। যেমন যে সব দৃষ্টিহীন মানুষেরা ব্রেইল পড়তে পারেন, তাদের ভিজ্যুয়াল কর্টেক্সকে উদ্দীপিত করলে তারা তাদের আঙুলে সেই সংবেদনশীলতা অনুভব করে৷ অন্ধ মানুষদের ক্ষেত্রে ভিজ্যুয়াল কর্টেক্স তার কাজ করা বন্ধ করে দেয় না বরং তাকে নতুন কাজে নিযুক্ত করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন তারা অন্ধ ব্যক্তিদের নাকে নির্দিষ্ট গন্ধ পাঠিয়ে সে সময় তাদের মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন এই তথ্যটি তাদের ভিজ্যুয়াল কর্টেক্সে যায়। শ্রবণ এবং স্পর্শের অনুভূতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তবে বিজ্ঞানীরা মনে করেন যে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দেখা যেতে পারে স্বপ্নের সময় দৃষ্টিহীন ব্যক্তিদের মস্তিষ্কের স্ক্যান স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কতটা সাদৃশ্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =