ধূসর জমিতে বনভূমি স্থাপন করলেন কৃষকরা

ধূসর জমিতে বনভূমি স্থাপন করলেন কৃষকরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ফেব্রুয়ারী, ২০২২

মধ্যপ্রদেশের সাগর জেলার মানেগাঁও ও দুঙ্গারিয়া গ্রাম। দু’দশক আগেও এই গ্রামে মাইলের পর মাইল অঞ্চল ছিল ফাঁকা। মাটি ছিল অনুর্বর। তাই চাষবাষের প্রশ্নই ছিল না। একরকমের মরুভূমির মত রুক্ষ, ধূসর হয়ে পড়েছিল বিস্তীর্ণ ওই অঞ্চল। সেই বিস্তীর্ণ অঞ্চলকে এখন কেউ দেখলে চিনতেই পারবে না। সেখানে তৈরি করা হয়েছে বিশাল এক অরণ্য! রয়েছে কয়েক হাজার সেগুন গাছ। গত ২০ বছরে গ্রামের ছবি বদলে দিয়েছেন রাজ্যের কৃষকরাই। কয়েকজন কৃষকের হাতে শুরু হয়েছিল পরিতক্ত্য জমিতে সেগুন গাছের রোপণ। আর্থিক লাভের কথা ভেবেই প্রথমে কয়েকজন কৃষক সেগুন গাছ লাগিয়েছিলেন ওখানে। কিন্তু বছর চারেকের মাথায় তৈরি হল অন্য এক সমস্যা। গাছ চুরি হয়ে যাচ্ছিল। সতর্ক হয়েছেন কৃষকরা। গত দু’বছর ধরে এই অরণ্য থেকে সমস্ত রকমের বনজ সম্পদ সংগ্রহের কাজ বন্ধ রাখা হয়েছে। বেড়া লাগানো হয়েছে জঙ্গলের চারধারে। কৃষকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের বর্তমানে নিয়মিত আর্থিক অনুদান পাঠাচ্ছে ইন্দো-কানাডিয়ান এনভায়র্নমেন্ট ফেসিলিটি নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। ধূসর জমিকে সবুজের রূপান্তরিত করার পুরষ্কার।