নতুন আই-ড্রপে চশমা পরতে হবে না!

নতুন আই-ড্রপে চশমা পরতে হবে না!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ ডিসেম্বর, ২০২১

আপাতত ১২৮ মিলিয়ন আমেরিকানের কাছে খবরটা স্বস্তির। ভবিষ্যতে বিশ্বের মানুষের কাছেও সুখকর হতে পারে। আবিষ্কৃত হয়েছে চোখের এক নতুন ওষুধ। তার নাম ভুইটি। চোখে ওষুধটি দিলে সামনে যাদের দেখা বা পড়ার জন্য চশমা পরতে হয়, তাদের আর পরতে হবে না! এবং চিকিৎসকদের দাবি, এই ড্রপ দেওয়ার ফলে দূরে দেখা নিয়েও কোনও অসুবিধের মধ্যে পড়তে হবে না। রচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক চক্ষু বিশারদ স্কট ম্যাকরে বলেছেন, “যারা সামনে কোনও কিছু পড়ার বা দেখার জন্য চশমা পরেন এবার থেকে তারা সেটা না চাইলে এই ওষুধেই কাছের ভিশন পরিষ্কার হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৯০ শতাংশ মানুষ যাদের বয়স ৪৫-এর নিচে, কাছ থেকে ঝাপসা দেখার অসুখে ভোগেন। অসুখটার নাম প্রেসাইবোপিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝাপসা দৃষ্টি আরও খারাপ অবস্থায় চলে যায়। এই ওষুধ তাদের কাছে যুগান্তকারী এক উদ্ভাবন।” পেনিসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের আর এক চক্ষু বিশারদ স্টিফেন অরলিন এই প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, “ভুইটি যে উপাদান দিয়ে মূলত তৈরি হয়েছে তার নাম পিলোকারপিন আর এই উপাদান চোখের চিকিৎসায় অন্যতম প্রাচীন এক ওষুধ। গ্লুকোমা চিকিৎসায় এই ওষুধ দশকের পর দশক ধরে দিয়ে আসা হচ্ছে।”